লক্ষ্মীপুরের রায়পুরে প্রবেশ পথ নিয়ে সংঘর্ষ, আহত ৫

- আপডেট সময়ঃ ০৩:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধের জেরে প্রবেশ পথ নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও একটি কুচক্রী মহল স্থানীয়ভাবে জামায়াতের কয়েকজন নেতাকর্মীর নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ ও এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরইন্দুরিয়া গ্রামের খালাসি বাড়িতে।
আহতরা হলেন-ওসমান গনীর স্ত্রী লাকী আক্তার (২২)কামাল খালাসির ছেলে শাহজালাল (৩৫)সেলিম বেপারীর ছেলে আলা উদ্দিন (২৫)নুর ইসলামের স্ত্রী ডলি আক্তার (২২)কামাল খালাসির স্ত্রী রোকেয়া বেগম (৫০)
তারা বর্তমানে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা চালক ওসমান গনী পরিবারের চলাচলের একমাত্র রাস্তা ব্যবহার করছিলেন। কিন্তু জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে নিকট আত্মীয় শাহজালাল ওই রাস্তায় বাঁধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
স্থানীয়রা জানান, শাহজালাল দলবল নিয়ে ওসমানকে বাধা দিলে ওসমানের স্ত্রী লাকী আক্তার স্বামীকে বাঁচাতে আসলে তাকে শাবল দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে ওসমানের স্বজনরা পাল্টা আক্রমণ করলে শাহজালালপক্ষের আরও চারজন আহত হন।
ওসমানের মা তাসলিমা বলেন, “চলাচলের রাস্তাটা পুরোপুরি আমাদের জমির উপর। অথচ আমার বোন-ভগ্নিপতি পরিবার মিলে আমার ছেলেকে হত্যাচেষ্টা চালিয়েছে এবং আমার ছেলেকে বাঁচাতে গিয়ে বউকেও গুরুতর জখম করেছে। আমি এর ন্যায়বিচার চাই।”
অন্যদিকে অভিযুক্ত শাহজালাল স্বীকার করে বলেন, “রাস্তা কেটে বাঁধা দিয়েছি, এটা সত্যি। তবে ওই রাস্তা আমাদের জমিতে। এজন্য তাদের চলাচলে বাধা দিয়েছি।”
এ ঘটনার সঙ্গে ও এলাকার জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের কয়েকজন নেতাকর্মীর নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এতে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, “পারিবারিক বিরোধকে রাজনৈতিক রঙ দিয়ে জামায়াতের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।” তাই স্থানীয় জামায়াত নেতাদের বিরুদ্ধে এ রকম প্রোপাগান্ডা চালানো ঠিক না।
এবিষয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার বলেন, “লাকী আক্তারের শরীরে অনেকগুলো মারাত্মক জখম পাওয়া গেছে। ”
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “উভয় পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”