লক্ষ্মীপুরে নব-নিযুক্ত শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময়ঃ ১১:৩৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
আজ ০৪ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নব-নিযুক্ত সহকারী শিক্ষকগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার- লক্ষ্মীপুর সদর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ ও সহকারী শিক্ষকগণ।
এসময় শিক্ষকের ভূমিকা, পাঠদানের পদ্ধতি উন্নয়ন, কারিকুলাম কার্যকরভাবে বাস্তবায়ন, শূন্যপদের পূরণ এবং শিক্ষার সহায়ক পরিবেশ গঠন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও জেলা প্রশাসক নবনিযুক্ত শিক্ষকদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ট্যাগস :