লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে; প্রাণহানি বেড়ে ৫

- আপডেট সময়ঃ ০২:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী আনন্দ পরিবহনের একটি বাস খালে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে খাল থেকে বাসটি উদ্ধার করে। বাসের ভেতর থেকে মরদেহও উদ্ধার করা হয়। পরে সকাল ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রাথমিকভাবে নিহত ২ জনের পরিচয় মিলেছে। তারা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার মো. জয়নাল আবেদিন (৫৭) ও মোর্শেদ আলম (৪০)।
ওসি জানান, সকালে নোয়াখালীর চৌমুহনী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের বাস কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায়। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।