লামায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন: শিশুর সুরক্ষায় ঐক্যবদ্ধ লামা।
- আপডেট সময়ঃ ০৬:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
মোহাম্মদ করিম, লামা – আলীকদম প্রতিনিধি: “সুস্থ শিশুই দেশের ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি।
রবিবার সকালে নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম, লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
রেজিস্ট্রেশনের ক্ষেত্রে লামা উপজেলা চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে। এ সাফল্যে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি, যার ঝুঁকি সবচেয়ে বেশি শিশুদের মধ্যেই দেখা যায়। তাই টিকাদান কার্যক্রমের মাধ্যমে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতনতা অপরিহার্য।
টিকাদান কর্মসূচির সাফল্যে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় স্বাস্থ্যকর্মীদের আন্তরিক সহযোগিতা ছিল প্রশংসনীয়। বক্তারা সবাইকে শিশুদের টিকা গ্রহণে আরও উৎসাহী করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন,
একটি শিশুর সুস্থতা মানে একটি পরিবারের শান্তি। এই কর্মসূচি শুধু স্বাস্থ্য সুরক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রতীক।”
টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে নির্ধারিত সময় পর্যন্ত, যেখানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলপড়ুয়া শিশুদের টিকা প্রদান করা হবে।

























