ঢাকা, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

লামার গুলিস্তান বাজারে মোবাইল কোর্ট পরিচালনা, মাদ্রাসা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৭:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) রোবায়েত আহমেদ সোমবার ২২ সেপ্টেম্বর দিনব্যাপী সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে নানা কর্মসূচিতে অংশ নেন।

প্রথমে তিনি লামা উপজেলা সদরের গুলিস্তান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। বাজারের স্বাস্থ্যবিধি, ওজন ও পরিমাপ আইনসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকটি দোকানে আইন লঙ্ঘনের প্রমাণ মেলায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় ক্রেতা–বিক্রেতাদের মাঝে জনসচেতনতা তৈরির জন্য তিনি তাৎক্ষণিক নির্দেশনা দেন।

মোবাইল কোর্ট কার্যক্রম শেষে রোবায়েত আহমেদ উপজেলার ফুটের ঝিরি এলাকায় অবস্থিত রওজাতুল সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের আবাসন ও সামগ্রিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

পরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রোবায়েত আহমেদ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানচর্চার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয় করেই শিক্ষার্থীদের দক্ষ ও সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

এ সময় তিনি এতিমখানার শিশুদের পাশে থাকার আশ্বাস দেন এবং শিক্ষার মান উন্নয়নে স্থানীয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দিনের কর্মসূচি শেষে এসি ল্যান্ড রোবায়েত আহমেদ সকলের প্রতি আইন মানার আহ্বান জানিয়ে এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লামার গুলিস্তান বাজারে মোবাইল কোর্ট পরিচালনা, মাদ্রাসা পরিদর্শন

আপডেট সময়ঃ ০৭:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) রোবায়েত আহমেদ সোমবার ২২ সেপ্টেম্বর দিনব্যাপী সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে নানা কর্মসূচিতে অংশ নেন।

প্রথমে তিনি লামা উপজেলা সদরের গুলিস্তান বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। বাজারের স্বাস্থ্যবিধি, ওজন ও পরিমাপ আইনসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকটি দোকানে আইন লঙ্ঘনের প্রমাণ মেলায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় ক্রেতা–বিক্রেতাদের মাঝে জনসচেতনতা তৈরির জন্য তিনি তাৎক্ষণিক নির্দেশনা দেন।

মোবাইল কোর্ট কার্যক্রম শেষে রোবায়েত আহমেদ উপজেলার ফুটের ঝিরি এলাকায় অবস্থিত রওজাতুল সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির পাঠদানের পরিবেশ, শিক্ষার্থীদের আবাসন ও সামগ্রিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

পরে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রোবায়েত আহমেদ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানচর্চার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয় করেই শিক্ষার্থীদের দক্ষ ও সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

এ সময় তিনি এতিমখানার শিশুদের পাশে থাকার আশ্বাস দেন এবং শিক্ষার মান উন্নয়নে স্থানীয় প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দিনের কর্মসূচি শেষে এসি ল্যান্ড রোবায়েত আহমেদ সকলের প্রতি আইন মানার আহ্বান জানিয়ে এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন