লামা স্বপ্নকানন বিদ্যাপীঠে এসএসসি ২০২৫ কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানে উৎসবের রঙ।

- আপডেট সময়ঃ ০৭:১৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
মোহাম্মদ করিম লামা, আলীকদম প্রতিনিধিঃ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে বান্দরবানের লামা স্বপ্নকানন বিদ্যাপীঠে আয়োজিত অনুষ্ঠানে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণ রঙিন ফেস্টুন, বেলুন ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু পরীক্ষার ফল ভালো করলেই চলবে না, জীবনে সৎ ও দায়িত্বশীল মানুষ হয়ে উঠলেই প্রকৃত সফলতা আসে।”
অনুষ্ঠানে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক ড. মো. মহিব উল্লাহ উচ্চশিক্ষায় প্রযুক্তি ও গবেষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু থোয়াইনু অং চৌধুরী পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। রুপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম গ্রামীণ শিক্ষার অগ্রযাত্রার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মামুন মিয়া। তিনি বলেন, “স্বপ্নকাননের প্রতিটি শিক্ষার্থী আমাদের গৌরব। তাদের সাফল্য আমাদের সবার স্বপ্নকে উজ্জ্বল করে।”সংবর্ধনা পর্বে একে একে মঞ্চে ডেকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় কৃতী শিক্ষার্থীদের। তাঁদের চোখেমুখে ফুটে ওঠে গর্ব ও আনন্দের ঝিলিক। অভিভাবকরাও সন্তানের সাফল্যে আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রোগ্রামের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা অতিথিদের হাতে স্মারক তুলে দেন। করতালির ধ্বনি ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠান শেষ হলেও কৃতী শিক্ষার্থীদের মুখে নতুন দিনের স্বপ্ন যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে।
লামা স্বপ্নকানন বিদ্যাপীঠের এই সংবর্ধনা কেবল কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি নয়; এটি পুরো অঞ্চলের শিক্ষাপ্রেমী মানুষেরও গর্ব ও অনুপ্রেরণার প্রতীক।