আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননে ইসরাইলি বিমান হামলায় বুধবার ৭২ জন নিহত হয়েছে। সর্বশেষ দফা বোমা হামলার নিহতের সংখ্যা বাড়ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয় একাধিক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলি বিমান হামলায়’ দক্ষিণ লেবাননে ৩৮, পূর্ব বেকা অঞ্চলে ১২ জন এবং বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো চার শতাধিক মানুষ।
এ নিয়ে চলমান ইসরাইলি হামলায় লেবাননের অন্তত ৬২০ জন নিহত হলো।