ওবায়দুর রহমান, লোহাগড়া প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকার আধিপত্য বিস্তার করা কে কেন্দ্র করে এক যুবলীগ কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃর্ত্তরা। নিহত পলাশ মাহমুদ (২৯) উপজেলার চরমল্লিকপুর গ্রামের খোকন শেখের ছেলে এবং লোহাগড়া উপজেলা যুবলীগের একজন কর্মী। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে চর মল্লিকপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত পলাশের ২০ দিনের একটি শিশু সন্তান রয়েছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছে উপজেলা যুবলীগ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯ টার দিকে নিহত পলাশ মাহমুদ চরমল্লিকপুর গ্রামের আজিম শেখের ছেলে রুবেলের নিমন্ত্রনে বন্ধু সুরবান, আলিমুল, ইনামুল, সাঈদীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে ওই গ্রামের ইমরানের বাড়িতে দাওয়াত খেতে যায়। এক পর্যায় খাওয়া চলাকালীন সময়ে ১০/১৫ জনের একদল দূর্বৃর্ত্ত কৌশলে পলাশকে ডেকে নিয়ে পার্শবর্তি ইমরানের মুদি দোকানের সামনে ধারালো অস্ত্র দিয়ে তার মুখ, মাথা, ঘাড় ও পাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ী ভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আসন্ন মল্লিকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ওই ইউপির সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান সমর্থিত লোকজনদের সাথে চর মল্লিকপুর গ্রামের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ফরিদ শেখ সমর্থিত লোকজনদের মধ্যে দ্বন্ধ-সংঘাত চলে আসছিল। এর জের ধরে ফরিদ সমর্থিত পলাশ হত্যাকান্ড ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা। মঙ্গলবার দুপুরে নড়াইল সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়না তদন্ত শেষে বিকালে জানাযা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
এ দিকে যুবলীগ কর্মী পলাশ মাহমুদ হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের আটক ও ফাঁসির দাবিতে লোহাগড়া উপজেলা যুবলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল থানা মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করার জোর চেষ্টা চলছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা ঘটনাস্থল পরিদর্শন করেছেন
সর্বশেষঃ
লোহাগড়ায় যুবলীগ কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, প্রতিবাদে বিক্ষোভ
-
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৯:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- ৫৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ