শান্তিতে নোবেল পেতে মরিয়া ট্রাম্প, আদৌ কি পাবেন?

- আপডেট সময়ঃ ০২:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ৪৬ বার পড়া হয়েছে
চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম আগামী শুক্রবার ঘোষণা করা হবে। এবারের পুরস্কার নিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশেষজ্ঞদের ধারণা, ট্রাম্পের পুরস্কার পাওয়ার সম্ভাবনা কম।
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয়ের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা জানিয়ে আসছেন ট্রাম্প। বিজয়ী ঘোষণার সময় ঘনিয়ে আসায়, গাজা যুদ্ধসহ বিভিন্ন সংঘাত নিরসনে তার তৎপরতা বেড়েছে। তিনি দাবি করেছেন, আটটি সংঘাতের সমাধান করে তিনি এই পুরস্কারের দাবিদার।
কিন্তু বিশ্লেষকদের মতে, বাস্তবতা ভিন্ন। সুইডেনের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ভ্যালেনস্টিন বলেছেন, ‘না, এ বছর ট্রাম্প নোবেল পাচ্ছেন না। তবে পরের বছর? তখন হয়তো তার নানা উদ্যোগ, বিশেষ করে গাজা সংকট নিয়ে পদক্ষেপের বিষয়ে ধোঁয়াশা কেটে যাবে।’
অনেক বিশেষজ্ঞ ট্রাম্পের ‘শান্তির দূত’ দাবিকে অতিরঞ্জিত মনে করেন। অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগার বলেন, ‘গাজায় শান্তির চেষ্টা ছাড়াও আমরা ট্রাম্পের এমন অনেক নীতি দেখেছি, যা নোবেলের আদর্শের বিরোধী। এই আদর্শ হলো আন্তর্জাতিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও নিরস্ত্রীকরণকে উৎসাহিত করা।’
নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেসের মতে, পুরস্কার নির্বাচনের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ভূমিকা ও বাস্তব অর্জন বিবেচনা করা হয়।
এ বছর মোট ৩৩৮ জন ব্যক্তি ও সংস্থা নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন তালিকা ৫০ বছর গোপন রাখা হয়।
ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি থেকে সরিয়ে নেওয়া, বাণিজ্যযুদ্ধ শুরু করা, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের মতো অভিযোগ রয়েছে।
স্পষ্ট পছন্দের প্রার্থী না থাকায়, এবারও নাম ঘুরপাক খাচ্ছে নানা। সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছে সুদানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’, রাশিয়ার অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘অফিস ফর ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস অ্যান্ড হিউম্যান রাইটস’।
নরওয়ের ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক হালভার্ড লেইরা বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে নোবেল কমিটি মানবাধিকার, গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার মতো ক্ষুদ্র পরিসরের কাজকে পুরস্কৃত করছে। তার ধারণা, এবারও বিতর্কিত নন, এমন একজন প্রার্থীই জয়ী হবেন।
নরওয়ের নোবেল কমিটি স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করবে।