শান্তিপূর্ণ নির্বাচনে বাংলাদেশকে সহায়তা দিতে চায় ব্রিটেন : সারাহ কুক

- আপডেট সময়ঃ ০৩:২৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার লক্ষ্যে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
তিনি বলেন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় তারা। এছাড়া পোলিং ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে চান তারা।
এ সময় ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সিইসির সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথাও জানান তিনি।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের আয়োজনে সব ধরনের কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। আর নির্বাচন ঘিরে ইসির চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা করতে প্রস্তুত ব্রিটিশ হাইকমিশন।
পরে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে নির্বাচন সামগ্রী সহ সমসাময়িক বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠক করে ইইউ ৫ সদস্যর প্রতিনিধি দল।