০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | ই-পেপার

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে:চিফ প্রসিকিউটর

  • দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে।

রোববার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। গণহত্যা মামলার অন্য যারা আসামি রয়েছেন, তারা যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার অ্যাভিডেন্স নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আলামত নষ্ট হওয়ার আগেই যার কাছে গণহত্যা, নির্যাতনের যে অ্যাভিডেন্স আছে, আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন। শেখ হাসিনাসহ যত প্রভাবশালী আসামিই হোক না কেন, সবার সঙ্গে সমান আচরণ করা হবে। কারও প্রতি যেমন জুলুম করা হবে না, তেমনি কাউকে ছাড়ও দেওয়া হবে না।

এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে:চিফ প্রসিকিউটর

আপডেট সময়ঃ ০৪:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে।

রোববার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। গণহত্যা মামলার অন্য যারা আসামি রয়েছেন, তারা যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার অ্যাভিডেন্স নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, আলামত নষ্ট হওয়ার আগেই যার কাছে গণহত্যা, নির্যাতনের যে অ্যাভিডেন্স আছে, আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন। শেখ হাসিনাসহ যত প্রভাবশালী আসামিই হোক না কেন, সবার সঙ্গে সমান আচরণ করা হবে। কারও প্রতি যেমন জুলুম করা হবে না, তেমনি কাউকে ছাড়ও দেওয়া হবে না।

এ সময় ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।