ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

শেখ হাসিনা ১৬ কোটি বাঙালির আশা ভরসার একমাত্র স্থল: নৌপ্রতিমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / ৩০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ১৬ কোটি বাঙালির আশা ভরসার একমাত্র স্থল। বাংলাদেশের আগামী স্বপ্ন উনাকে ঘিরেই। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই সভার আয়োজন করে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজ (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, উৎসবের দিন। প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা গর্বের সঙ্গে বলতে পারি মানুষের যে মৌলিক অধিকার রয়েছে তা আমরা দিতে পেরেছি। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জীবন থেকে শিক্ষা নিতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি একজন রাজনীতিবিদের সন্তান হিসেবে রাজনীতিতে এসেছেন। তিনি অনেক কঠিন সময় মোকাবিলা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে আসার পর ৪২ বছর ধরে সংগ্রামে লিপ্ত রয়েছেন। তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু বাংলার মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপোশ করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মানুষের প্রতি ভালোবাসা এ থেকেও আমরা শিক্ষা নিতে পারি। প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করেছেন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বন্যা, ক্ষরা, দারিদ্র্যে নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা অর্থ নিয়ে ও পদক নিয়েছেন তারা কিন্তু দেশের দারিদ্র্য দূর করতে পারেনি। দারিদ্র্য দূর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু অনেকে দারিদ্র্য বিক্রি করে অর্থশালী হয়েছেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া নয় পুরো দুনিয়ার মধ্যে একটি শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। সভায় সভাপতিত্ব করেন অভিনেত্রী ও আয়োজক সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনা ১৬ কোটি বাঙালির আশা ভরসার একমাত্র স্থল: নৌপ্রতিমন্ত্রী

আপডেট সময়ঃ ০৯:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক :
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা ১৬ কোটি বাঙালির আশা ভরসার একমাত্র স্থল। বাংলাদেশের আগামী স্বপ্ন উনাকে ঘিরেই। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই সভার আয়োজন করে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজ (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, উৎসবের দিন। প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা গর্বের সঙ্গে বলতে পারি মানুষের যে মৌলিক অধিকার রয়েছে তা আমরা দিতে পেরেছি। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জীবন থেকে শিক্ষা নিতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি একজন রাজনীতিবিদের সন্তান হিসেবে রাজনীতিতে এসেছেন। তিনি অনেক কঠিন সময় মোকাবিলা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে আসার পর ৪২ বছর ধরে সংগ্রামে লিপ্ত রয়েছেন। তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু বাংলার মানুষের অধিকারের প্রশ্নে কখনো আপোশ করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মানুষের প্রতি ভালোবাসা এ থেকেও আমরা শিক্ষা নিতে পারি। প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করেছেন মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বন্যা, ক্ষরা, দারিদ্র্যে নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা অর্থ নিয়ে ও পদক নিয়েছেন তারা কিন্তু দেশের দারিদ্র্য দূর করতে পারেনি। দারিদ্র্য দূর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু অনেকে দারিদ্র্য বিক্রি করে অর্থশালী হয়েছেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া নয় পুরো দুনিয়ার মধ্যে একটি শ্রেষ্ঠ দেশে পরিণত হবে। সভায় সভাপতিত্ব করেন অভিনেত্রী ও আয়োজক সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ।