সরাইলে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত-৩০
- আপডেট সময়ঃ ০৬:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ৭৬ বার পড়া হয়েছে
শেখ নাদিম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০জন আহত হয়েছে। রোববার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ইউপি সদস্য ফরহাদ মেম্বারের সাথে একই গোষ্ঠীর প্রবাসী সুমন মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
এর জের ধরে রোববার সকাল ১০টায় ফরহাদ মেম্বার ও প্রবাসী সুমনের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতরা সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা নেয়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন পক্ষই এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা দায়ের করেনি।

























