সহশিক্ষা চালু না করাসহ ৪ দাবি ইডেন শিক্ষার্থীদের সড়ক অবরোধ

- আপডেট সময়ঃ ০৪:১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
প্রস্তাবিত অধ্যাদেশের মাধ্যমে ইডেন মহিলা কলেজের সক্ষমতা সংকোচনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আজিমপুরে ইডেন কলেজের দুই নং গেটের সামনে তারা সড়ক অবরোধ করে চার দফা দাবি তুলে ধরেন।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরে তামান্না তাসফিয়া। তিনি বলেন, দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজ (প্রতিষ্ঠিত ১৮১৩) বর্তমানে প্রায় ১৫ হাজার ছাত্রী নিয়ে দেশের অন্যতম বৃহত্তম নারী শিক্ষা প্রতিষ্ঠান। অথচ প্রস্তাবিত কাঠামোয় আসন সংখ্যা মাত্র ২,০৮০ করা হলে হাজার হাজার মেধাবী নারী উচ্চশিক্ষার সুযোগ হারাবেন। এ সিদ্ধান্ত নারী শিক্ষার জন্য মারাত্মক আঘাত এবং সংবিধান ও জাতীয় শিক্ষা নীতির পরিপন্থি।
প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ইডেন কলেজের অবকাঠামো বিশেষভাবে নারী শিক্ষার্থীদের উপযোগী করে নির্মিত। এখানে ছেলে-মেয়ে একসঙ্গে অধ্যয়ন শুরু হলে ওয়াশরুম, কমনরুম, লাইব্রেরি, খেলার মাঠ, পরিবহণ, জিমনেশিয়ামসহ সব সুবিধা ভাগাভাগি করতে হবে, যা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ হবে।
তাদের অভিযোগ, বহু পরিবার শুধুমাত্র নারী-বান্ধব পরিবেশের জন্য মেয়েদের ইডেনে ভর্তি করে। কলেজটির স্বাতন্ত্র্য সংকুচিত করা হলে অসংখ্য পরিবার মেয়েদের উচ্চশিক্ষায় পাঠানো থেকে বিরত থাকবে। এতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধসম্পন্ন পরিবারের মেয়েদের উচ্চশিক্ষার পথ কার্যত বন্ধ হয়ে যাবে।
শিক্ষার্থীরা আরও বলেন, বাংলাদেশ সংবিধানের ১৫, ১৭, ১৯ ও ২৮ অনুচ্ছেদ নারী শিক্ষার বিস্তার ও বৈষম্যহীন শিক্ষার অধিকার নিশ্চিত করেছে। পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG ৪.৩ ও ৪.৪) নারী-পুরুষ উভয়ের জন্য সমান ও মানসম্মত উচ্চশিক্ষার কথা বলেছে। প্রস্তাবিত সংকোচন এসব নীতি ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির সরাসরি লঙ্ঘন।
শিক্ষার্থীদের চার দফা দাবি
১. রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণ বা ইডেন ক্যাম্পাসে স্বতন্ত্র ৭ কলেজ প্রশাসনিক ভবন স্থাপন।
২. ইডেন কলেজকে Degree Awarding Authority প্রদান করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, গবেষণা বাজেট, আধুনিক ল্যাব, লাইব্রেরি, আবাসন, পরিবহণ ও বৃত্তি বরাদ্দ নিশ্চিত করা।
৩. ৭ কলেজের জন্য একটি স্বতন্ত্র কলেজিয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
৪. সিট সংখ্যা কমানো নয়, বরং নারী শিক্ষার প্রসারে ইডেন কলেজকে একটি স্বতন্ত্র মহিলা বিশ্ববিদ্যালয় ঘোষণা করা।
শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, ইডেন মহিলা কলেজের ঐতিহ্য, মর্যাদা ও নারীশিক্ষায় বিশেষ ভূমিকা সংরক্ষণ করে যেকোনো অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষা কাঠামোতে সংকোচন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।