সাংবাদিক এলাহীর প্রতি যেন অন্যায় না হয়, সচেষ্ট আছি: তথ্যমন্ত্রী

- আপডেট সময়ঃ ০৯:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- / ৩৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পাওয়া দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ফজলে এলাহীর প্রতি যাতে কোনো অন্যায় ও অবিচার না হয় সে বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বুধবার সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (এটকো) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, আমি জানি না আসলে কী ঘটেছে। একজন প্রাইভেট পারসন মামলা করেছে। তার জামিনও হয়েছে। তার প্রতি যাতে কোনো অবিচার না হয়, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। আমি বিষয়টি জেনেছি। ডিজিটাল নিরাপত্তা আইন সবার নিরাপত্তার জন্য। এ আইনের সুযোগ নিয়ে অনেক সাংবাদিকও মামলা করেছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বহু নারীর চরিত্রহনন করা হয়। একজন নারী তার চরিত্রহননের কারণে এ আইনে মামলা করেছিল। ছয় বছর সাজাও হয়েছে। তাই এ আইনের অবশ্যই দরকার আছে। সাংবাদিকসহ কাউকেই মিথ্যা মামলায় হয়রানি হওয়া উচিত নয়, তবে কেউ অপরাধ করলে বিচার হওয়ারও প্রয়োজন রয়েছে।