সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. এ কে এম কামারুজ্জামান আর নেই

- আপডেট সময়ঃ ০৪:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. এ কে এম কামারুজ্জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ) দুপুর সোয়া ১২টার দিকে ইন্তেকাল করেন তিনি।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সকালে তার বনানীর বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিদার জানান, মৃত্যুকালে ডা. কামারুজ্জামানের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন এবং ভক্তানুরাগী রেখে গেছেন।
তিনি আরও জানান, শুক্রবার বা’দ মাগরিব রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি, রোড নাম্বার-৩, জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৯৯১ সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-১০ (সাবেক কুমিল্লা-১১, নাঙ্গলকোট) নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।