সায়মা ওয়াজেদ পুতুলকে ঘিরে প্রতিবন্ধীদের পিতা মাতা আশার আলো দেখছেন : এড. মোঃ জাহাঙ্গীর হোসেন দুলাল

- আপডেট সময়ঃ ১১:০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে করণীয় বিষয়ে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আইন বার্তার সম্পাদক এড. মোঃ জাহাঙ্গীর হোসেন দুলাল, তিনি তার বক্তব্যে বলেন যে প্রতিবন্ধীরা দেশের ভোঝা নয় সম্পদ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে ঘিরে প্রতিবন্ধীদের পিতা মাতা আশার আলো দেখছেন এবং তারা সম্পূর্ণ দ্বিধা লাজ ভুলে তার প্রতিবন্ধী সন্তানটিকে স্কুলে পাঠাতে এখন আর লজ্জাবোধ করেন না। এই পিছিয়ে পড়া গোষ্ঠীকে দেশের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে বাংলাদেশের সকল নাগরিককে সাহায্যের হাত বাড়াতে হবে। প্রধান আলোচক হিসেবে ইবনে আজিজ মোঃ নুরুল হুদা। সভায় সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি মোঃ ইলিয়াস রাজ ও সভা সঞ্চালনা করেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এ, এইচ, এম, সালেহ বেলাল এবং, সমন্বয়ক গাউছুল আজম শিমু। এ ছাড়াও সভায় বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিবন্ধী স্কুলের উদ্যোক্তা ও শিক্ষক মন্ডলী।
সভায় তারা ৬ টি দাবী উত্থাপিত হয় যথা ১। আনতি বিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান নিশ্চিত করণ; ২। বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগের তারিখ হতে চাকুরী নিয়মিত করণ ও বেতন ভাতা প্রদান নিশ্চিত করণ ; ৩। শতভাগ বিদ্যালয়ে আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নির্মাণ নিশ্চিত করণ ; ৪। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ বিশেষ শিক্ষা কারিকুলাম অনতিবিলম্বে বাস্তবায়ন করণ, মিড ডে মিল সহ শিক্ষা উপকরণ প্রদান নিশ্চিত করণ ; ৫। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও শতভাগ ভাতা নিশ্চিত করণ ও ৬। শিক্ষা জীবন শেষে আত্বনির্ভরশীল জীবন যাপনের ব্যবস্থা নিশ্চিত করণ।