ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ | ই-পেপার

সালমানের কণ্ঠ নকল করতে পারতেন ডন, জানালেন নতুন তথ্য

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৪:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

সালমান শাহর কণ্ঠ নকল করতে পারতেন অভিনেতা ডন। তাই সালমান শাহের মৃত্যুর পর তার বেশ কিছু চলচ্চিত্রে কণ্ঠ (ডাবিং) দিয়েছিলেন অভিনেতা আশরাফুল হক ডন। এই ছবিগুলোর তালিকায় রয়েছে ‘আনন্দ অশ্রু’, ‘সত্যের মৃত্যু নেই।’

সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভির একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খোলেন ডন।

সালমানের ভয়েস দেওয়ার কারণ প্রসঙ্গে ডন বলেন, ‘বন্ধুত্ব হলো এমন একটা জিনিস, মিশতে মিশতে আত্মার সঙ্গে একটা কানেকশন হয়ে যায়। এভাবে চলতে চলতে বন্ধুত্বের অনেক কিছু একজনের থেকে আরেকজনের মধ্যে চলে আসে। তেমনই সালমানেরও অনেক কিছুই আমার মধ্যে চলে আসে। আমি সালমানের ভয়সে নকল করে কথা বলতে পারতাম।

ডাবিং করা বিষয়ে ডন বলেন, ‘‘শিবলী ভাই ‘আনন্দ অশ্রু’ ছবিতে ডাবিংয়ের জন্য অনেককেই এনেছিলেন, কারোটাই মনমতো হচ্ছিল না, হয়তো মোটা গলা হয়ে যাচ্ছিল না হলে চিকন গলা হয়ে যাচ্ছিল। কিংবা মিলতেছিল না। তিন-চার দিন এমন করার পর রিজেক্ট করে দিলেন। এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিবলী ভাইকে বললেন, ভাই আপনি ডন ভাইকে ট্রাই করতে পারেন।

সালমানের ভয়েসের সঙ্গে অনেক মিল।”

নির্মাতার অনুরোধেই পরে ডাবিং করেন জানিয়ে ডন বলেন, “পরে আমি শিবলী ভাইয়ের অনুরোধে ডাবিং করি। যদিও আমি করতে চাইনি। পরে চিন্তা করলাম, করি, এটা করে দিই। ‘আনন্দ অশ্রু’ ছবিতে পুরোটাই করলাম।

আমি শিবলী ভাইকে বললাম, আপনি এটা প্রচার করেন না যে ভয়েস আমি দিয়েছি। এই প্রথম মানুষ জানল।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সালমানের কণ্ঠ নকল করতে পারতেন ডন, জানালেন নতুন তথ্য

আপডেট সময়ঃ ০৪:৫০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

সালমান শাহর কণ্ঠ নকল করতে পারতেন অভিনেতা ডন। তাই সালমান শাহের মৃত্যুর পর তার বেশ কিছু চলচ্চিত্রে কণ্ঠ (ডাবিং) দিয়েছিলেন অভিনেতা আশরাফুল হক ডন। এই ছবিগুলোর তালিকায় রয়েছে ‘আনন্দ অশ্রু’, ‘সত্যের মৃত্যু নেই।’

সম্প্রতি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভির একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খোলেন ডন।

সালমানের ভয়েস দেওয়ার কারণ প্রসঙ্গে ডন বলেন, ‘বন্ধুত্ব হলো এমন একটা জিনিস, মিশতে মিশতে আত্মার সঙ্গে একটা কানেকশন হয়ে যায়। এভাবে চলতে চলতে বন্ধুত্বের অনেক কিছু একজনের থেকে আরেকজনের মধ্যে চলে আসে। তেমনই সালমানেরও অনেক কিছুই আমার মধ্যে চলে আসে। আমি সালমানের ভয়সে নকল করে কথা বলতে পারতাম।

ডাবিং করা বিষয়ে ডন বলেন, ‘‘শিবলী ভাই ‘আনন্দ অশ্রু’ ছবিতে ডাবিংয়ের জন্য অনেককেই এনেছিলেন, কারোটাই মনমতো হচ্ছিল না, হয়তো মোটা গলা হয়ে যাচ্ছিল না হলে চিকন গলা হয়ে যাচ্ছিল। কিংবা মিলতেছিল না। তিন-চার দিন এমন করার পর রিজেক্ট করে দিলেন। এরপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিবলী ভাইকে বললেন, ভাই আপনি ডন ভাইকে ট্রাই করতে পারেন।

সালমানের ভয়েসের সঙ্গে অনেক মিল।”

নির্মাতার অনুরোধেই পরে ডাবিং করেন জানিয়ে ডন বলেন, “পরে আমি শিবলী ভাইয়ের অনুরোধে ডাবিং করি। যদিও আমি করতে চাইনি। পরে চিন্তা করলাম, করি, এটা করে দিই। ‘আনন্দ অশ্রু’ ছবিতে পুরোটাই করলাম।

আমি শিবলী ভাইকে বললাম, আপনি এটা প্রচার করেন না যে ভয়েস আমি দিয়েছি। এই প্রথম মানুষ জানল।”