০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ | ই-পেপার

সিরাজগঞ্জে হত্যা মামলায় ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন

  • দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৯:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ৫১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের তাড়াশে রহমত আলী হত্যার দায়ে ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আসামিদের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের নূরুল ইসলাম (৪৭), তার পুত্র মো. হাসমতুল্লাহ (৩০) ও মো. হাসান আলী। সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গাজী আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মহিষলুটি উত্তরপাড়া গ্রামে রহমত আলীর সঙ্গে তার আপন ভাই নুরুল ইসলামের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৪ মার্চ দুপুরে রহমত আলীর সঙ্গে তার ভাই নূরুল ইসলামের পরিবারের বাড়ির ভিটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম, তার ছেলে হাসমতুল্লাহ ও হাসান আলী রহমত আলীকে ধারালো ফালা, চাকু ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় রহমত আলীর স্ত্রী মোছা. মনোয়ারা খাতুন বাদী হয়ে তাড়াশ মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার তিনজনের যাবজ্জীবন দ-াদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভাগাড়সহ কোনো স্থানেই ময়লা পোড়ানো যাবে না: পরিবেশ উপদেষ্টা

সিরাজগঞ্জে হত্যা মামলায় ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন

আপডেট সময়ঃ ০৯:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জের তাড়াশে রহমত আলী হত্যার দায়ে ভাই ও দুই ভাতিজার যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আসামিদের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহিষলুটি উত্তরপাড়া গ্রামের নূরুল ইসলাম (৪৭), তার পুত্র মো. হাসমতুল্লাহ (৩০) ও মো. হাসান আলী। সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গাজী আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মহিষলুটি উত্তরপাড়া গ্রামে রহমত আলীর সঙ্গে তার আপন ভাই নুরুল ইসলামের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৪ মার্চ দুপুরে রহমত আলীর সঙ্গে তার ভাই নূরুল ইসলামের পরিবারের বাড়ির ভিটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম, তার ছেলে হাসমতুল্লাহ ও হাসান আলী রহমত আলীকে ধারালো ফালা, চাকু ও শাবল দিয়ে আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় রহমত আলীর স্ত্রী মোছা. মনোয়ারা খাতুন বাদী হয়ে তাড়াশ মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার তিনজনের যাবজ্জীবন দ-াদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।