ঢাকা, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

সিরিজ জয়ের মিশনে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০২:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।

লিটন দাসের দল আজ জিতলেই নিশ্চিত হবে সিরিজ জয়। তবে প্রতিপক্ষ নেদারল্যান্ডসের সামনে টিকে থাকার লড়াই, তাই ম্যাচটিকে তারা দেখছে টুর্নামেন্টে ফেরার সুযোগ হিসেবে।

নেদারল্যান্ডসের নোয়া ক্রোস জানিয়েছেন, তারা সিরিজ ঘুরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে খেলবে। বাংলাদেশের পেস আক্রমণকে তিনি বলেছেন ‘উচ্চ মানের’, তবে নতুন কন্ডিশনে খেলা তাদের জন্য চ্যালেঞ্জ ও শেখার সুযোগ।

বাংলাদেশ শিবিরেও একাদশ নিয়ে প্রতিযোগিতা বাড়ছে। শামীম অসুস্থ থাকায় সুযোগ পেয়েছেন সাইফ, আর লম্বা সময় পর ফিরেছেন সোহান। কোচিং স্টাফের মতে, স্বাস্থ্যকর প্রতিযোগিতা দলকে আরও শক্তিশালী করছে।

প্রথম ম্যাচে বোলিংয়ে সাফল্য পেলেও দ্বিতীয় ম্যাচে কৌশল বদলাবে কি না- এ প্রশ্নে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন স্পষ্ট করেছেন, এক্সপেরিমেন্ট নয়, জয়ের জন্য যা প্রয়োজন সেটাই হবে মূল সিদ্ধান্ত।

আজকের ম্যাচেই নির্ধারিত হতে পারে সিরিজের ভাগ্য- বাংলাদেশের শিরোপা নিশ্চিত নাকি নেদারল্যান্ডসের প্রত্যাবর্তন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিরিজ জয়ের মিশনে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময়ঃ ০২:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি।

লিটন দাসের দল আজ জিতলেই নিশ্চিত হবে সিরিজ জয়। তবে প্রতিপক্ষ নেদারল্যান্ডসের সামনে টিকে থাকার লড়াই, তাই ম্যাচটিকে তারা দেখছে টুর্নামেন্টে ফেরার সুযোগ হিসেবে।

নেদারল্যান্ডসের নোয়া ক্রোস জানিয়েছেন, তারা সিরিজ ঘুরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে খেলবে। বাংলাদেশের পেস আক্রমণকে তিনি বলেছেন ‘উচ্চ মানের’, তবে নতুন কন্ডিশনে খেলা তাদের জন্য চ্যালেঞ্জ ও শেখার সুযোগ।

বাংলাদেশ শিবিরেও একাদশ নিয়ে প্রতিযোগিতা বাড়ছে। শামীম অসুস্থ থাকায় সুযোগ পেয়েছেন সাইফ, আর লম্বা সময় পর ফিরেছেন সোহান। কোচিং স্টাফের মতে, স্বাস্থ্যকর প্রতিযোগিতা দলকে আরও শক্তিশালী করছে।

প্রথম ম্যাচে বোলিংয়ে সাফল্য পেলেও দ্বিতীয় ম্যাচে কৌশল বদলাবে কি না- এ প্রশ্নে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন স্পষ্ট করেছেন, এক্সপেরিমেন্ট নয়, জয়ের জন্য যা প্রয়োজন সেটাই হবে মূল সিদ্ধান্ত।

আজকের ম্যাচেই নির্ধারিত হতে পারে সিরিজের ভাগ্য- বাংলাদেশের শিরোপা নিশ্চিত নাকি নেদারল্যান্ডসের প্রত্যাবর্তন।