সিলেটবাসী অনেক ভাগ্যবান: স্থানীয় সরকারমন্ত্রী

- আপডেট সময়ঃ ০৮:১৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
সিলেটবাসী অনেক সৌভাগ্যবান দাবি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সঠিক লোককে লন্ডন থেকে এনে দায়িত্ব দিয়েছেন। আমাদের দেশে দায়িত্ব নিয়ে কাজ করার লোকের বড়ই অভাব। এক্ষেত্রে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী একজন দায়িত্বশীল মানুষ। একজন সঠিক ব্যক্তিকে প্রধানমন্ত্রী খুঁজে বের করে সিলেটের দায়িত্ব দেওয়ার জন্য সিলেটবাসী অনেক সৌভাগ্যবান। আজ শনিবার সিলেট সফরকালে নগরের সাগরদীঘিরপাড় ওয়াকওয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সিলেটের উন্নয়নে সরকার সব সময় আন্তরিক। তাই সীমাবদ্ধতা সত্ত্বেও সিলেটের জন্য প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন করা হচ্ছে। একটি পরিচ্ছন্ন স্মার্ট নগর গড়তে মেয়র আনোয়ারুজ্জামানের প্রশংসা করেন তিনি। তাজুল ইসলাম বলেন, হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণের (র.) স্মৃতিবিজড়িত আধ্যাত্মিক এ নগরীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আলাদা মূল্যায়ন করেন। এজন্য তিনি এবারও নির্বাচনী কার্যক্রম সিলেট থেকেই শুরু করেছেন। এ নগরের উন্নয়নে সরকার থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের কারণে স্থানীয় সরকারের অধীনে কাজগুলো বন্ধ ছিল, মাত্র কাজ শুরু হয়েছে। এরইমধ্যে মেয়র আনোয়ারুজ্জামান অনেক কাজ হাতে নিয়েছেন। এ সরকারের আমলে তার নেতৃত্বে সিলেটে ব্যাপক উন্নয়ন করা হবে। ওয়াকওয়ে পরিদর্শনকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানসহ সিসিকের কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাজুল ইসলাম এদিন সকাল ৮টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান প্রমুখ। এছাড়া একই ফ্লাইটে সিলেটে আসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। সাগরদীঘিরপাড় ওয়াকওয়ে পরিদর্শনের পরে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিটি করপোরেশন কর্তৃক স্থাপিত অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন তিনি। একইদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে দক্ষিণ সুরমার চ-িপুলস্থ ময়ুরকুঞ্জ কনভেনশন হলে এক নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।