সিলেট বিভাগে ১৩ প্রার্থীর বিপরীতে একমাত্র নারী প্রাথী ইলিয়াসপত্নী লুনা
- আপডেট সময়ঃ ০৬:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এর মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ মোট ১০ জন নারী প্রার্থী রয়েছেন, যা ঘোষিত প্রার্থীর মাত্র ৪ দশমিক ২২ শতাংশ।
গণপ্রতিনিধিত্ব আদেশ (জবঢ়ৎবংবহঃধঃরড়হ ড়ভ ঃযব চবড়ঢ়ষব ঙৎফবৎ, ১৯৭২) অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর কাঠামো ও মনোনয়ন প্রক্রিয়ায় ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বিএনপির এই প্রার্থী তালিকায় সেই লক্ষ্য অর্জনের প্রতিফলন দেখা যায়নি।
দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সিলেট বিভাগের মোট ১৯টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে আলোচিত নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা সিলেট-২ আসনে মনোনয়ন পেয়েছেন।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেন।
ঘোষিত নারী প্রার্থীদের মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন- যথাক্রমে দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১।
এছাড়া আরও নয়জন নারী প্রার্থী বিভিন্ন আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন- এর মধ্যে নাটোর-১ আসনে ফারজানা শারমিন, যশোর-২ আসনে মোছাঃ সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইস্রাত সুলতানা ইলেন ভুট্টো, শেরপুর-১ আসনে ডা. সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শ্যামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনে চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ, সিলেট-২ আসনে মোছাঃ তাহসিনা রুশদীর লুনা।
নারী প্রার্থীর এই সীমিত উপস্থিতি নিয়ে নারী অধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এই মনোনয়ন তালিকা রাজনৈতিক দলগুলোর ঘোষিত নারী ক্ষমতায়ন নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাদের মতে, শুধু নির্বাচনের সময় নয়, দলের নীতিনির্ধারণী পর্যায়েও নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
বিশ্লেষকদের মতে, আরপিও অনুযায়ী ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব অর্জনের লক্ষ্যে দলের সংগঠন কাঠামো, প্রার্থী মনোনয়ন ও নেতৃত্ব বিকাশ – এই তিন ক্ষেত্রেই বাস্তব পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।



















