সীমান্ত পাহারার পাশাপাশি মানবসেবা—বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

- আপডেট সময়ঃ ০৮:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
মোঃ তৈয়ব উল্লাহ, নাইক্ষ্যংছড়ি, বান্দারবান: বান্দারবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় বসবাসরত অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ব্যবস্থাপনায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন দরিদ্র, অসহায় ও দুঃস্থ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। উপস্থিতদের হাতে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে তুলে দেওয়া হয়।
বিজিবির সামাজিক উদ্যোগ
সদর দপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদানের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার রিজিয়নের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়নের সম্মানিত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি। তাঁর উপস্থিতিতে চিকিৎসক টিম সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এসময় ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন,
“বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সবসময় সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সীমান্ত এলাকার স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতা থাকায় বিজিবির এমন আয়োজন মানুষকে উপকৃত করছে।