ঢাকা, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

সোহাগের কাউন্টারে ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৪:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মো. সাইফুল ইসলাম পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার-এর সিদ্ধান্তক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়।

সেইসাথে, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল ও রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেয়া হয় বিজ্ঞপ্তিতে।

জানা গেছে, রাজধানীতে সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে ধূমপান করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে অতর্কিতে হামলা চালানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল বিল্লালের বিরুদ্ধে। এতে বাস মালিক আলী হাসান পলাশ তালুকদারের গাড়িচালককে কুপিয়ে জখম করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।

বাস মালিক পক্ষের দাবি, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন এসে মব তৈরি করে অতর্কিত হামলা চালায়। কাউন্টারে ভাঙচুরের পাশাপাশি নিরীহ যাত্রীদের মধ্যে কয়েকজনকে মারধর করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সোহাগের কাউন্টারে ভাঙচুর, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

আপডেট সময়ঃ ০৪:১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মো. সাইফুল ইসলাম পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার-এর সিদ্ধান্তক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়।

সেইসাথে, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল ও রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেয়া হয় বিজ্ঞপ্তিতে।

জানা গেছে, রাজধানীতে সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে ধূমপান করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে অতর্কিতে হামলা চালানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল বিল্লালের বিরুদ্ধে। এতে বাস মালিক আলী হাসান পলাশ তালুকদারের গাড়িচালককে কুপিয়ে জখম করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মালিবাগ রেলগেট সংলগ্ন সোহাগ বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।

বাস মালিক পক্ষের দাবি, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন এসে মব তৈরি করে অতর্কিত হামলা চালায়। কাউন্টারে ভাঙচুরের পাশাপাশি নিরীহ যাত্রীদের মধ্যে কয়েকজনকে মারধর করা হয়।