ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

হাকালুকি হাওরের বন নিধন বন্ধে আইনি নোটিশ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
  • / ৩৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
অবৈধ ও বেআইনি উপায়ে দেশের মৌলভীবাজার ও সিলেট অঞ্চলের অন্যতম বৃহৎ হাওর হাকালুকি সংলগ্ন বন নিধন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
জনস্বার্থে আজ রোববার (১৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কিউ এম সোহেল রানা এ নোটিশ প্রেরণ করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), প্রধান বন সংরক্ষক, সিলেট ও মৌলভীবাজারের জেলা প্রশাসকসহ (ডিসি) সংশ্লিষ্ট সাতজন বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ প্রেরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আইনজীবী সোহেল রানা বলেন, হাকালুকি হাওরের বন নিধন নিয়ে জাতীয় দৈনিকে প্রতিবেদন এসেছে। অবৈধ ও বেআইনি উপায়ে হাকালুকি হাওর সংলগ্ন বন নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। বন নিধনের এই অবৈধ কার্যক্রমের ফলে এখানকার পরিবেশ এখন হুমকির মুখে পড়েছে।
নোটিশে ১০ কার্যদিবসের মধ্যে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই আইনজীবী। সূত্র-ল’ইয়ার্সক্লাব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাকালুকি হাওরের বন নিধন বন্ধে আইনি নোটিশ

আপডেট সময়ঃ ০৫:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক :
অবৈধ ও বেআইনি উপায়ে দেশের মৌলভীবাজার ও সিলেট অঞ্চলের অন্যতম বৃহৎ হাওর হাকালুকি সংলগ্ন বন নিধন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
জনস্বার্থে আজ রোববার (১৬ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কিউ এম সোহেল রানা এ নোটিশ প্রেরণ করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), প্রধান বন সংরক্ষক, সিলেট ও মৌলভীবাজারের জেলা প্রশাসকসহ (ডিসি) সংশ্লিষ্ট সাতজন বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ প্রেরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আইনজীবী সোহেল রানা বলেন, হাকালুকি হাওরের বন নিধন নিয়ে জাতীয় দৈনিকে প্রতিবেদন এসেছে। অবৈধ ও বেআইনি উপায়ে হাকালুকি হাওর সংলগ্ন বন নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। বন নিধনের এই অবৈধ কার্যক্রমের ফলে এখানকার পরিবেশ এখন হুমকির মুখে পড়েছে।
নোটিশে ১০ কার্যদিবসের মধ্যে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই আইনজীবী। সূত্র-ল’ইয়ার্সক্লাব।