ঢাকা, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

হামজাকে যে কারণে নেপাল ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময়ঃ ০৬:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৪ বার পড়া হয়েছে

শঙ্কাটাই সত্যি হলো। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। তাকে না পাওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে হামজাকে না পাওয়ার বিষয়টি জানান আমের।

বাফুফে ভবনের সামনে গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘তাকে (হামজার) পেতে ফেডারেশন থেকে চেষ্টা করা হয়েছিল। তার এজেন্টকে আমরা জানাই। সে জানায় হামজার ক্লাব লেস্টার সিটিকে। কিন্তু সবশেষ ম্যাচে হামজা চোটে পড়ায় আপাতত এই দুই ম্যাচের জন্য তাকে ছাড়বে না লেস্টার সিটি।

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি হবে। ম্যাচ দুটি খেলতে আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়বেন তপু বর্মণ-জামাল ভূঁইয়ারা। ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে নিয়েও একটু শঙ্কা রয়েছে।

তার বিষয়ে আমের বলেছেন, ‘ফয়সাল আহমেদ ফাহিমের চোট নিয়ে কিছুটা চিন্তা আছে, সে পর্যবেক্ষণে আছে। তবে দলের সঙ্গে সে নেপাল যাবে। যদি ফিট থাকে নেপাল ম্যাচে খেলবে।’
গতকালই হামজাকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। তিনি বলেছেন, ‘এটা (হামজার বিষয়) ম্যানেজমেন্টের বিষয়।

তারা দেখছে। দল নেপাল সফরের জন্য প্রস্তুত। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে, সমস্যা হবে না।’
গুরুর সুরে কথা বলেছেন তপু বর্মণও। বাংলাদেশি ডিফেন্ডার বলেছেন, ‘আসলে আমাদের অনেক কিছু শুরু হয় হামজাকে দিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে। এর পরও সে আসার চেষ্টা করছে। যদি না আসতে পারে আমাদের একটু কষ্ট হবে, তবে মানিয়ে নিতে হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হামজাকে যে কারণে নেপাল ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ

আপডেট সময়ঃ ০৬:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

শঙ্কাটাই সত্যি হলো। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। তাকে না পাওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে হামজাকে না পাওয়ার বিষয়টি জানান আমের।

বাফুফে ভবনের সামনে গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘তাকে (হামজার) পেতে ফেডারেশন থেকে চেষ্টা করা হয়েছিল। তার এজেন্টকে আমরা জানাই। সে জানায় হামজার ক্লাব লেস্টার সিটিকে। কিন্তু সবশেষ ম্যাচে হামজা চোটে পড়ায় আপাতত এই দুই ম্যাচের জন্য তাকে ছাড়বে না লেস্টার সিটি।

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি হবে। ম্যাচ দুটি খেলতে আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশে দেশ ছাড়বেন তপু বর্মণ-জামাল ভূঁইয়ারা। ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে নিয়েও একটু শঙ্কা রয়েছে।

তার বিষয়ে আমের বলেছেন, ‘ফয়সাল আহমেদ ফাহিমের চোট নিয়ে কিছুটা চিন্তা আছে, সে পর্যবেক্ষণে আছে। তবে দলের সঙ্গে সে নেপাল যাবে। যদি ফিট থাকে নেপাল ম্যাচে খেলবে।’
গতকালই হামজাকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। তিনি বলেছেন, ‘এটা (হামজার বিষয়) ম্যানেজমেন্টের বিষয়।

তারা দেখছে। দল নেপাল সফরের জন্য প্রস্তুত। হামজা যদি শেষ পর্যন্ত না আসতে পারে, সমস্যা হবে না।’
গুরুর সুরে কথা বলেছেন তপু বর্মণও। বাংলাদেশি ডিফেন্ডার বলেছেন, ‘আসলে আমাদের অনেক কিছু শুরু হয় হামজাকে দিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে। এর পরও সে আসার চেষ্টা করছে। যদি না আসতে পারে আমাদের একটু কষ্ট হবে, তবে মানিয়ে নিতে হবে।’