ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ | ই-পেপার

হাসিনার নির্দেশে হাদিকে গুলি করেছে ছাত্রলীগ: দুলু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৫:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

শনিবার বেলা ১১টায় নাটোরে জেলা বিএনপির আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার (দুলু)।

দুলু অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ফ্যাসিষ্ট শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের হামলাকারীরা গুলি করেছে। তিনি বলেন, এই হামলার মাধ্যমে শুধু হাদিকে হত্যা করা নয়, পুরো দেশের মানুষকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। এজন্য আমাদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

সমাবেশ শেষে জেলা বিএনপি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করে, যা শেষ হয় নাটোর প্রেসক্লাবের সামনে।

অন্যান্য বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার এবং জেলা শ্রমিক দলের আহ্বায়ক আবু রায়হান ভুলু।

সমাবেশে দুলু সরকারের প্রতি দাবি জানানো হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা চালানোদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাসিনার নির্দেশে হাদিকে গুলি করেছে ছাত্রলীগ: দুলু

আপডেট সময়ঃ ০৫:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

শনিবার বেলা ১১টায় নাটোরে জেলা বিএনপির আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার (দুলু)।

দুলু অভিযোগ করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ফ্যাসিষ্ট শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের হামলাকারীরা গুলি করেছে। তিনি বলেন, এই হামলার মাধ্যমে শুধু হাদিকে হত্যা করা নয়, পুরো দেশের মানুষকে ভয় দেখানোর চেষ্টা হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে। এজন্য আমাদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

সমাবেশ শেষে জেলা বিএনপি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করে, যা শেষ হয় নাটোর প্রেসক্লাবের সামনে।

অন্যান্য বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার এবং জেলা শ্রমিক দলের আহ্বায়ক আবু রায়হান ভুলু।

সমাবেশে দুলু সরকারের প্রতি দাবি জানানো হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা চালানোদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।