১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
- আপডেট সময়ঃ ০৭:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণে অর্ধদিবস কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পেশাজীবী সংগঠনের ব্যানারে টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং ইন্টার্নি শিক্ষার্থীরা প্রাঙ্গণে জড়ো হয়ে দাবি আদায়ে স্লোগান ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সমাবেশে নেতৃত্ব দেন মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ ও বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো: মিজানুর রহমান মিজান। তিনি বলেন,
“আমাদের ন্যায্য দাবি ১০ম গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকতে বাধ্য হবো। স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হয়েও আমরা বঞ্চিত—এটি মেনে নেওয়া হবে না।”
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান মনির। তিনি বলেন,
“টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দেশের প্রতিটি হাসপাতালে নিরলস পরিশ্রম করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা আমাদের প্রাপ্য গ্রেড থেকে বঞ্চিত। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
প্রতিবাদ সমাবেশে ময়মনসিংহ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা এবং ইন্টার্নি ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
এ সময় জনসাধারণের পাশাপাশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে আন্দোলনের খবর সংগ্রহ করেন।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন—
দাবি পূরণ না হলে অচিরেই লাগাতার শাটডাউন পালিত হবে, এবং দায়িত্ব সরকারের।
আজকের অর্ধদিবস কর্মবিরতিতে ময়মনসিংহের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।





















