২০২ রানে অলআউট শ্রীলঙ্কা, জিততে পারবে তো বাংলাদেশের মেয়েরা!

- আপডেট সময়ঃ ০৭:৫৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
চলতি নারী ওয়ানডে বিশ্বকাপ জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। তবে পরে টানা চার ম্যাচে হেরে ব্যাকফুটে রয়েছে টাইগ্রেসরা। যদিও এখনো সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে, এজন্য পরের দুই ম্যাচ জিততেই হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। সেই সমীকরণ মেলানোর লক্ষ্যে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের ৪৮.৪ ওভারে ২০২ রানে অলআউট করে দিয়েছে লাল-সবুজের দল।
সোমবার (২০ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। তবে ইনিংসের প্রথম বলেই পেসার মারুফা আক্তারের দুর্বোধ্য ইনসুইংয়ে শ্রীলঙ্কার ওপেনার বিশ্মি গুনারত্নে ফিরকে শুরুতেই ধাক্কা দেয় বাংলাদেশ। সেখান থেকে পরের চামারি আতাপাত্তু ও হাসিনি পেরেরা দারুণ জুটি গড়েন।
দ্বিতীয় উইকেটে তারা দুজনে ৭৫ বলে ৭২ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দেন। আতাপাত্তুকে এলবিডব্লিউয়ে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবেয়া খান। বিদায়ের আগে ৪৩ বলে ৪৬ রান করেন লঙ্কান অধিনায়ক। সেখান থেকে ১০০ রানে ৪ উইকেট হয়ে যায় শ্রীলঙ্কা। চারে নামা হার্শিতা সামারাবিক্রমা (৪) রান আউট হন। কাভিসা দিলহারাকে (৪) আউট করেন নাহিদা আক্তার।
বাংলাদেশের পর স্কোয়াডে পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ
যে কারণে ২৪ কোটি টাকার টুর্নামেন্টে খেলা হচ্ছে না সিদ্দিকুরের
সেই ভিতে দাঁড়িয়ে দারুণ ব্যাটিং করেছেন পেরেরা। তবে এক প্রান্ত আগলে রেখে এই ব্যাটার ৮৫ রান করলেও আরেক প্রান্তে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। পেরেরা আউট হওয়ার পর ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে। তাতে কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় দল।
বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার স্বর্ণা। এ ছাড়া ৩৯ রানের খরচায় ২ উইকেট পেয়েছেন রাবেয়া খান।