স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন আন্দ্রেস ইনিয়েস্তা। পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন ৪০ বছর বয়সী বার্সেলোনা ও স্পেনের সাবেক এই মিডফিল্ডার।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন ইনিয়েস্তা। জাপানের ক্লাব ভিসেল কোবে ছেড়ে গত বছরের অগাস্টে এক বছরের চুক্তিতে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে যোগ দিয়েছিলেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত দলটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ ছিল তার। তবে ক্যারিয়ার আর বড় করেননি তিনি।
ইনিয়েস্তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার হিসাবে বিবেচনা করা হয়। তিনি ১৯৯৬ সালে বার্সেলোনার যুব দলে যোগ দেন। এরপর ২০১৮ পর্যন্ত তিনি লাল-নীল জার্সি গায়েই খেলেছেন।
ক্যাম্প ন্যু ছাড়ার আগে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৬৭৪টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। তিনি কাতালান জায়ান্টদের হয়ে হয়ে নয়বার লা লিগা এবং চার বার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।
নিজ দেশ স্পেনের অনূর্ধ্ব ১৫ থেকে অনূর্ধ্ব ২১ পর্যন্ত সব বয়স ভিত্তিক দলের হয়েছে খেলেছেন তিনি। স্পেনের সিনিয়র জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩১টি ম্যাচ। ২০০৮ সালের ইউরো কাপ এবং ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
ইনিয়েস্তা ক্লাব ফুটবলে লিওনেল মেসি, জাভি, জেরার্ড পিকে, লুইস সুয়ারেজদের মতো বড় তারকাদের সঙ্গে খেলেছেন। ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল, সর্বত্র সমান দক্ষতায় নিজেকে মেলে ধরেছেন। তার অবসরের সিদ্ধান্ত একটি যুগের অবসান।
এর আগে ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ইনিয়েস্তা।