৩০ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং-পোলিং কর্মকর্তার প্যানেল গঠনের নির্দেশ ইসির

- আপডেট সময়ঃ ০৭:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩০ অক্টোবরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের পূর্ণাঙ্গ প্যানেল গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সকল জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশন সচিবালয়ে দাখিল করতে হবে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, জেলা নির্বাচন কর্মকর্তাদের স্থানীয় প্রশাসনের সহায়তায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের তালিকা সংগ্রহ করতে হবে।
এই তালিকার ভিত্তিতে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে প্যানেলে অন্তর্ভুক্তির যোগ্যতা ও মানদণ্ড সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাও দেওয়া হয়েছে।
সে সঙ্গে চিঠিতে নারী ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় রেখে নির্বাচন কমিশন পর্যাপ্ত সংখ্যক মহিলা সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার রাখার নির্দেশ দিয়েছে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।