৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি

- আপডেট সময়ঃ ০৩:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তৃতীয় পর্যায়ের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে। এর মাধ্যমে গত ২৮ আগস্টের বিজ্ঞপ্তি বাতিল করে নতুন সময়সূচি জারি করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) পিএসসি এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায়। স্থান নির্ধারণ করা হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়।
পিএসসির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অনলাইনে সংগ্রহ করা বিপিএসসি ফরম-১ পরীক্ষার দিন মৌখিক বোর্ডে জমা দিতে হবে। এর সঙ্গে প্রয়োজনীয় সব সনদপত্র ও কাগজপত্রের দুটি সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক এবং মূল সনদ পরীক্ষার বোর্ডে প্রদর্শন করতে হবে। নির্দেশনা অনুযায়ী কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
এছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার আগে অনলাইনে বিপিএসসি ফরম-৩ পূরণ করে জমা দিতে হবে। জমা দেওয়া ফরমের দুটি কপি পরীক্ষার দিন বোর্ডে জমা দিতে হবে।
পিএসসি জানায়, কোনো প্রার্থীর নামে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। নির্ধারিত সময়সূচি ঘোষণার পর প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে সরাসরি সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার দিন সাক্ষাৎকারপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।
কমিশন আরও জানায়, গ্রহণযোগ্য কারণ ছাড়া মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না। তবে প্রয়োজনে তারিখ পরিবর্তনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।