৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

- আপডেট সময়ঃ ০৫:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শুক্রবার সকালে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া দপ্তর (পিএমডি) জানায়, সকাল ৮টা ১৭ মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায়, ভূগর্ভের প্রায় ১৯৫ কিলোমিটার গভীরে। খবর ডনের।
ভূমিকম্পের কম্পন চিত্রাল, পেশোয়ার ও সোয়াত জেলায় স্পষ্টভাবে অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সংবাদমাধ্যম পাখতুনখোয়া টাইমস জানিয়েছে, আত্তক, লোয়ার দির ও আপার দির এলাকাতেও হালকা কম্পন টের পাওয়া গেছে।
পাকিস্তান তিনটি বড় টেকটোনিক প্লেটের (আরবীয়, ইউরো-এশিয়ান ও ভারতীয়) সংযোগস্থলে অবস্থান করছে। ফলে দেশটির বিভিন্ন এলাকায় ভূমিকম্প প্রায়ই অনুভূত হয়।
চলতি মাসের শুরুতে আফগানিস্তানে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার ৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তার প্রভাব পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবেও অনুভূত হয়। এরপর কয়েক দিন পর আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয় হিন্দুকুশ অঞ্চলে।
তবে শুক্রবারের ভূমিকম্পে পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।