ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

৫ দিনের সফর শেষে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১২:০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • / ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
পাঁচদিনের সফর শেষে কিশোরগঞ্জ থেকে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বিকেলে রাষ্ট্রপতি কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত পাঁচদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে গত মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়ি কামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান তিনি। পরে তার বাড়িতে একসঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। তিনি নিজ উপজেলা মিঠামইন ছাড়াও করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর উপজেলা সফর করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৫ দিনের সফর শেষে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট সময়ঃ ১২:০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
পাঁচদিনের সফর শেষে কিশোরগঞ্জ থেকে বঙ্গভবনে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বিকেলে রাষ্ট্রপতি কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত পাঁচদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে গত মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়ি কামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান তিনি। পরে তার বাড়িতে একসঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন। তিনি নিজ উপজেলা মিঠামইন ছাড়াও করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর উপজেলা সফর করেছেন।