বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
- আপডেট সময়ঃ ০৫:৪৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১৮৬ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে বান্দরবানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার (১৭ জুন) সকালে বান্দরবান পৌর এলাকার কানাপাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ৭ কোটি ৭৭ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে কেবি রোড থেকে কানাপাড়া পর্যন্ত সাড়ে আট কিলোমিটার সড়কের উদ্বোধন করেন।
পরে মন্ত্রী রেইচা বাজার এলাকায় ৩কোটি ৮২ লক্ষ ২৯হাজার টাকা ব্যয়ে ২য় তলা বিশিষ্ট রেইচা গ্রামীন বাজারের উদ্বোধন করেন। বিভিন্ন উদ্বোধনী কার্যক্রম শেষে রেইচা গ্রামীন বাজার প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন পার্বত্যমন্ত্রী।
এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সমতলের মত পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে মন্তব্য করে আগামীতেও আওয়ামীলীগ সরকারের পাশে সবাইকে থাকার আহবান জানান।
এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, তিন পার্বত্য জেলায় যেই উন্নয়ন সাধিত হচ্ছে তার একমাত্র প্রশংসার দাবি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আর বিভিন্ন দুর্গম এলাকায় সড়ক নির্মাণ, হাসপাতাল,শিক্ষা প্রতিষ্টানসহ নানা উন্নয়ন কাজ করে দেশের অগ্রযাত্রা তরান্বিত করছে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার অরুপ রতন কুমার সিংহ, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, রেইচা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা,কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর, সদর থানার ভারপ্রাপ্ত কমর্কতা এস এম শহীদুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















