সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে আইনগত ব্যবস্থা তুলে ধরতে হবে : নবযোগদানকৃত পুলিশ সুপার সৈকত শাহীন
- আপডেট সময়ঃ ১১:৪৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ২০৪ বার পড়া হয়েছে
পার্বত্য এলাকায় যে সকল সমন্বয়ের মাধ্যমে কাজ পরিচালনা করা প্রয়োজন আমি তার সবটুকুই করবো।
পূর্বের পুলিশ সুপার নিজের কাজের মাধ্যমে বান্দরবান কে যে অবস্থানে নিয়ে গেছেন চেস্টা করবো সেই আইনের আওতায় অব্যাহত রাখতে।
সাংবাদিকদের নিয়ে পার্বত্য বান্দরবানে সন্ত্রাসী, ছিন্তাইকারী,চোর, ডাকাত,মাদকদ্রব্য কর্মকাণ্ডকে কিভাবে আরো বেশি কঠোর আইনের আওতায় আনা যায়,ও উন্নয়ন কার্যক্রম কে তরান্বিত করা যায় এবং সরকারের উন্নয়ন কর্মসূচি গুলো বাস্তবায়নে একসাথে কাজ করবো।
তিনি সাংবাদিকদের বলেন সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে সাক্ষাৎ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন বান্দরবানে নবযোগদানকৃত পুলিশ সুপার সৈকত শাহীনও অতিরিক্ত পুলিশ সুপার!
বুধবার ২ই আগস্ট বিকেলে পুলিশ সুপার সম্মেলন কক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানে নবনিযুক্ত পুলিশ সুপার সৈকত শাহীন!
এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক। এছাড়াও সাক্ষাৎ সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ!






















