বান্দরবানে ১৩টি মামলার আলামত হিসেবে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে!
মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় সময় বান্দরবান আদালত চত্বরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবুর রহমান এর নির্দেশনায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক এর উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানা ও আলীকদম থানার জব্দকৃত ১৩টি মামলায় ৮১,৪৪০ পিচ ইয়াবা,বিদেশি সিগারেট ৪৫০ বড় প্যাকেট,বিয়ার ক্যান ১৪৯টি, দেশি চোলাই মদ ১২০লিটার,৩৫টি মিক্স ট্রি, প্যাকেট আইনি প্রক্রিয়া শেষে পানিতে গুলিয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়!
যার আনুমানিক ২কোটি ৬৪লাখ ৬৬হাজার ৯০০ টাকা। এসময় উপস্থিত ছিলেন, কোর্ট পরিদর্শক একে ফজলুল হক, নাইক্ষ্যংছড়ি থানার তদন্তে কর্মকর্তা এসআই সৌরভ বড়ুয়া,আলীকদম থানার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেন,মালখানা ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই প্রিয়েল পালিত, জি আরও বিশ্বজিৎ, নন জিআরও শফিকুল ইসলাম, কনস্টেবল মনি কুমার ত্রিপুরা প্রমুখ।