সোমবার ১৬অক্টোবর সকালে বান্দরবান সুয়ালক তুলাতুলিতে মহিলাও শিশু বিষয়ক ডিজিটাল গড়ার লক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠান হয়েছে!
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলায় চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা,উপজেলা সমাজ সেবা অফিসার সত্যজিৎ মজুমদার, তথ্য সেবা কর্মকর্তা রিকু দাশ,তথ্য সেবা সহকারী নাজরিন সুলতানা আইরিনসহ সুয়ালক ইউপি সদস্য ২নং ওয়ার্ড মেম্বার জসিম প্রমুখ!
উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর তিনি বলেন বাংলাদেশের এখন আগের যোগ নাই সব খানে ডিজিটাল যোগ নারীদের মধ্যে অনেক সুবিধা -অসুবিধা থাকে আগের যোগে যেকোন পারিবারিক এর মধ্যে অনেক কিছু অসুবিধা থাকে কিন্তু এখন সরকার সব দিক দিকে সুবিধা করে দিয়েছে!
এই গ্রামের একজন নিরীহ অসহায় পরিবার অসুস্থ রোগ নিয়ে ভোগতেছে এখন আপনার পার্শ্বে লোকজন দেখতেছে আপনার হয়তো কোন যোগাযোগ করার মতন কিছুই নেই আপনার পার্শ্বে লোকজন আপনার এলাকায় কোন মেম্বার বা,কোন অফিসে তথ্য দিলেন তার তথ্য মধ্যেমে আপনাকে সেবার জন্য এসেছেন তাহলে আমরা কত উন্নয়ন হয়েছি! আরও উপস্থিত উপজেলা সমাজ সেবা অফিসার সত্য জিৎ মজুমদার বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের সুবিধা জন্য অনেক কিছু কাজ করেছেন!
দেশ নেত্রী আছেন বলে আজকের আপনার ঘরের বৃদ্ধ বয়সে লোক ভাতা পাচ্ছেন নারীরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন আবারও সামনে দেশ নেত্রী সরকার আওতায় আসলে ডিজিটাল বাংলাদেশ এখন যা দেখছেন এর থেকেও আরও অনেক উন্নয়ন দিক দিকে কাজ করতে পারব আমরা আপনাদের সেবা জন্য প্রস্তুত যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন!