• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের অনুসন্ধানে রিট, হাইকোর্টের তালিকা থেকে বাদ গত বর্ষায় ৯০ হাজার গাছ লাগানো হয়েছে: মেয়র আতিক ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে স্বর্ণ পাচারচক্রের মুল হোতারা বর্তমান সরকার প্রত্যেক ধর্মের কল্যাণে কাজ করছে: বীর বাহাদুর এনবিআর-কাস্টমসের হয়রানি মন্ত্রিসভায় তোলা হবে: নানক চূড়ান্ত মৃত্যুদ-াদেশের আগে আসামিকে কনডেম সেলে রাখা যাবে না ফরিদপুরে গাড়ি চালকের ডোপটেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত দুর্নীতির সংস্কৃতি একদিনে তৈরি হয়নি: নৌ-প্রতিমন্ত্রী এমপি-মন্ত্রীর স্বজনরা নির্বাচনে অংশ নিতে পারবে না এমন সিদ্ধান্ত ছিল না: নানক

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু, হাসপাতালের পরিচালকসহ গ্রেপ্তার ৭

Reporter Name / ১১৮ Time View
Update : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের কালীগঞ্জে জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের ভুল চিকিৎসায় শিরিন বেগম (৩২) নামের এক প্রসূতির মৃত্যু হয়। রক্তশূন্য ওই প্রসূতির ‘এ’ পজিটিভ রক্তের প্রয়োজন হলেও তাকে পুশ করা হয় ‘বি’ পজিটিভ রক্ত। এ ঘটনায় হাসপাতালের পরিচালক বন্যা বেগম ও তার ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন। তিনি বলেন, ঘটনার পর থেকে হাসপাতালের মালিক ও তার সহযোগীরা পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্যা বেগম ও তার ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে কালীগঞ্জের ওই হাসপাতালে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন সোমবার। ভুক্তভোগী শিরিন বেগম উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ চুয়ারিয়াখোলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুর রাজ্জাকের স্ত্রী। ঘটনার পরপরই ওই হাসপাতালের ব্যবস্থাপক জহির উদ্দিন জানান, রোগীর অবস্থা খারাপ থাকায় তাকে রোববার রাতে ঢাকায় পাঠানো হয়েছে। তবে ওই রোগী মারা গেছেন কি না তার জানা নেই। মারা যাওয়া প্রসূতির ননদ হোসনে আরা বলেন, রোববার সকালে আমার ছোট ভাইয়ের স্ত্রী হঠাৎ ব্যথা অনুভব করেন। এ সময় একই এলাকার বাসিন্দা জনসেবা হাসপাতালের পরিচালক বন্যা বেগমের কাছে যাই পরামর্শের জন্য। তিনি তার হাসপাতাল থেকে দুজন নার্স পাঠান রোগী নিয়ে যাওয়ার জন্য। পরে সেখানে রোগী নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে সিজার করেন ওই হাসপাতালের চিকিৎসক মাসুদ। এ সময় প্রসূতি একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু দীর্ঘ সময় নিয়ে অপারশেন করার পর চিকিৎসক জানান রোগীর জরায়ু ফেটে গেছে। প্রচুর ব্লিডিং হচ্ছে, ‘বি’ পজিটিভ রক্ত লাগবে। তাদের কথামতো ‘বি’ পজিটিভ রক্ত জোগাড় করে রোগীকে দুই ব্যাগ রক্ত পুশ করা হয়। কিন্তু তাতেও রোগী সুস্থ হচ্ছিল না। শরীর থেকে রক্ত বেরিয়ে আসছিল। পরে যখন পুনরায় রোগীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়, তখন জানা যায় রোগীর রক্তের গ্রুপ ‘এ’ পজিটিভ। হোসনে আরা আরও বলেন, এরমধ্যে আমাদের ‘এ’ পজিটিভ রক্ত জোগাড় করতে বলেন। এখন আবার ‘এ’ পজিটিভ রক্ত কেন, জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ বলে ‘কোনো সমস্যা নেই’। পরে আমরা তড়িঘড়ি করে ‘এ’ পজিটিভ রক্ত সংগ্রহ করি। কিন্তু ‘এ’ পজিটিভ রক্ত পুশ করার কিছুক্ষণ পরই রোগীর অবস্থা আরও খারাপ হতে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ সন্ধ্যা পর্যন্ত দেখে রাত ৮টার দিকে রোগীকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয়। চিকিৎসকের কথা মতো রোগী নিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় রওনা দেওয়া হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ দুই ব্যাগ ‘এ’ পজিটিভ রক্তের ব্যাগ রোগীর সঙ্গে দিয়ে দেয়। ঢাকায় নেওয়ার পথে রোগীর কোনো সাড়াশব্দ না পেয়ে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোগীকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক জনসেবা হাসপাতালের এক কর্মচারী জানান, এর আগেও কালীগঞ্জের ওই হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ একাধিক রোগীর মৃত্যু হয়েছে। এখানে সার্বক্ষণিক কোনো চিকিৎসক থাকেন না। প্রয়োজন হলে ফোনে ডেকে এনে সিজার করানো হয়। তিনি আরও বলেন, জনসেবা হাসপাতালের পরিচালক বন্যা বেগম একসময় এই হাসতাপালের মূল মালিক ডা. আসাদুজ্জামান আসাদের রোগী দেখার সিরিয়াল দিতেন। এখন তিনি জনসেবা হাসপাতালের পরিচালক। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মনজুর-এ-এলাহী বলেন, জনসেবা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র আপডেট নেই। তাদের পুরনো সব কাগজপত্র মেয়াদোত্তীর্ণ। তারপরও তারা কীভাবে চিকিৎসাসেবা দেয়?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category