নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আহলে সুন্নাত ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়েছে। ২০২২-২৩ সালের জন্য ওই কমিটির অনুমোদন দিয়েছে আনোয়ারা আহলে সুন্নাত যুব পরিষদ। মো. জাহেদুল আলম ওরফে সুমনকে ওই কমিটির সভাপতি এবং মো.হাসান কে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল মঙ্গলবার আহলে সুন্নাত যুব পরিষদ আনোয়ারা শাখার সভাপতি শায়ের মৌলানা এনামুল হক এনাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মিজান হোসেন এবং সাংগঠনিক সম্পাদক এ এইচ এম নেজাম চৌধুরী এই কমিটির অনুমোদন দেন। আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়। আনোয়ারা উপজেলা আহলে সুন্নাত ছাত্র পরিষদ নতুন কমিটির সহ-সভাপতি করা হয়েছে ৫ জনকে। তাঁরা হলেন – মো. তারেক, মো. নাঈম পারভেজ, মো. জয়নাল আবেদীন, হাফেজ মো. মিনহাজুল ইসলাম, মো. মনিরুল ইসলাম সাকিব। কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. হোসাইন সহ- যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কাজী আরিফুল ইসলাম। সহ- সাধারণ সম্পাদক হয়েছেন – মো. শওকত, মো. বেলাল উদ্দিন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ছৈয়দ মো. আজাদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মাসুদ পারভেজ রোমান, মো. কাইসার উদ্দিন, মো. ইকবাল হোসেন রিমন, মো. হেলাল উদ্দিন। এ ছাড়াও কমিটিতে অর্থ সম্পাদক ১ জন, সহ অর্থ সম্পাদক ২ জন, দপ্তর সম্পাদক ১ জন, সহ দপ্তর সম্পাদক ২ জন সহ ৭১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি মো. জাহেদুল আলম সুমন প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ইসলামের সঠিক পথ ও মতের ওপর অটল ও অবিচল থাকা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমার ওপর যে আস্থা রেখেছে অবশ্যই যথাযথ দায়িত্ব পালনের চেষ্টা করব।