• শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে উদ্বোধন হচ্ছে নবনির্মিত স্টেডিয়াম ইন্দোনেশিয়ায় বন্যায় ৬৭ জনের মৃত্যু সূচক কমলেও লেনদেন বেড়েছে কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত দেশব্যাপী তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিরাট জাগরণ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী কৃষিখাতে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়েছি: কৃষিমন্ত্রী ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে না: কাদের টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসে নিম্মমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

ই-কমার্সে সর্বোচ্চ অফার নির্ধারণ করে দেওয়া উচিত: পলক

Reporter Name / ৩৮৫ Time View
Update : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক :
ই-কমার্স প্রতিষ্ঠান সর্বোচ্চ কত শতাংশ অফার দিতে পারবে তা নির্ধারণ করে দেওয়া উচিত বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসঙ্গে ই-কমার্স সহ নতুন যেকোনো প্রতিষ্ঠান প্রমোট করার ক্ষেত্রে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী বা শুভেচ্ছা দূতদের সাবধান হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠটির অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, গাইডলাইন করে দিতে হবে একটা পণ্য মার্কেট প্রাইসের কত শতাংশের নিচে অফার করা যাবে না। লাভ কম হতে পারে, যেমন আপনি ফিজিক্যাল শপে যেটা বিক্রি করতেছেন ১০ টাকায়, আপনি ডিজিটাল শপে যেহেতু ওয়্যারহাউজ থেকে যাচ্ছে, আপনার খরচটা কম, সেখানে আপনি ৯ টাকায় বিক্রি করতে পারবেন। বাজারমূল্য থেকে নির্দিষ্ট পার্সেন্টেজের নিচে দিতে পারবে না, এইরকম নীতি ঠিক করে দেওয়া দরকার। তিনি বলেন, ই-কমার্সে একটি রেগুলেটরি বডি হওয়া প্রয়োজন। এখানে এস্ক্রো (আগে পণ্য পরে টাকা) সার্ভিস বাধ্যতামূলক করতে হবে। আলিবাবা, অ্যামাজন, ই-বে কিন্তু একই রকম মডেলে শুরু হয়েছে। যেখানে অবিশ্বাস্য রকম মুনাফা দেওয়ার আশ্বাস, সেখানে বড় ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এটা আসলে অর্থ আত্মসাৎ হয়েছে, আবার অর্থ হারিয়ে গেছে। যাদের উদ্দেশ্য ভালো ছিল, তারা টাইমিংটা ঠিকমত করতে পারেনি। আর যাদের উদ্দেশ্য গোড়াতে গলদ ছিল, টাকা পাব, এটা নিয়ে পালায় যাব। এটা কিন্তু আমরা এসক্রো সার্ভিসের মাধ্যমে বন্ধ করতে পারি।’ এক প্রশ্নের উত্তরে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, যেকোনো বিজনেস বা স্টার্টআপকে প্রমোট করার আগে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা মন্ত্রী বা কোনো একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাদের সাবধান হওয়ার দরকার আছে কি না নিশ্চিতভাবে সাবধান হওয়ার দরকার আছে। আমাদের সাবধান হওয়ার দরকার আছে।’ বিট কয়েন প্রসঙ্গে অপর এক প্রশ্নের উত্তরে পলক বলেন, ‘এটি নিয়ে অলোচনা হওয়া দরকার। না জেনে, না বুঝে এটি বন্ধ করার পক্ষে আমি না।’ আলোচনা শেষে পলক পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ অ্যাপ উদ্বোধন করেন। অ্যাপটির মাধ্যমে সংগঠনের সদস্যরা বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে বার্ষিক চাঁদা ও অন্যান্য চাঁদা পরিশোধ করতে পারবে। এ ছাড়া অ্যাপে সংগঠনের সকল সদস্যের তালিকা রয়েছে, সেখানে সদস্যদের মোবাইল নম্বর অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলি সংযুক্ত রয়েছে। এর ফলে সংগঠনের সদস্যদের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। এ ছাড়া অ্যাপটিতে সংগঠনের বিস্তারিত তথ্য রয়েছে। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠেনর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সৈয়দ শুক্কুর আলী শুভ ও কবির আহমেদ খান। এ ছাড়া সংগঠনটির বর্তমান কমিটির নেতা ও ডিআরইউ সদস্যরা এতে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category