মোঃ জুয়েল হোসাইন :
ক্যসাইউ মার্মা, পিতা- উক্যনু মার্মা, মাতা – মিনুচিং মার্মা, খক্ষ্যং হেডম্যান পাড়া,ওয়ার্ড -০৮, ৪নং নোয়াপতং ইউনিয়ন, রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা নিবাসী। কৃষক পরিবারের একজন দরিদ্র মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলো না। এমতাবস্থায়, জেলা প্রশাসক,ইয়াসমিন পারভীন তিবরীজি বান্দরবান পার্বত্য জেলা এই মেধাবী ছাত্রের সুশিক্ষার পথ সুগম করতে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগে ভর্তি ও আনুষঙ্গিক যাবতীয় খরচ বহন করেছে এ সময় জেলা প্রশাসক দেশাত্মবোধে জাগ্রত হয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের সার্বিক কল্যাণে কাজ করতে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেন।