মোঃ জুয়েল হোসাইন :
বান্দরবানের রুমায় পাহাড়ি দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে রয়েছেন ওই এলাকার লোকজন। বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ভোর ৪টার দিকে পাইন্দু ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের পাহাড়ি এলাকায় ঘণ্টাব্যাপী ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মংছো মার্মা বলেন, এলাকাবাসীর মাধ্যমে ভোররাতে গোলাগুলি হওয়ার খবর শুনেছি। স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা খবর নিচ্ছি। এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল দুর্গম এলাকা হওয়ায় খবর নিতে একটু দেরি হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। উল্লেখ্য, পাহাড়ে আধিপত্য বিস্তারের জেরে প্রায় সময় বিভিন্ন সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।