• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর কৃত্রিম বৃষ্টিতে শিশু-কিশোরদের সঙ্গে ভিজলেন মেয়র আতিক বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই: কাদের পুঁজিবাজারে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ৩ বিদেশি ঋণের বেশিরভাগই সুদাসল পরিশোধে ব্যয় হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুসংহত করতে হবে: ধর্মমন্ত্রী ঢাকার ১০ থানায় কিশোর গ্যাং বেশি: ডিএমপি কমিশনার দিনে ১০-১২ বার লোডশেডিং, গরমে অতিষ্ঠ নীলফামারীর মানুষ মালয়েশিয়া উচ্চশিক্ষার জন্য ভালো গন্তব্য: স্থানীয় সরকারমন্ত্রী বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী

পুলিশ কর্মকর্তাদের সিল নকল করে প্রতারণা, গ্রেপ্তার ২

Reporter Name / ২২১ Time View
Update : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্টন থেকে পুলিশ কর্মকর্তাদের ১২৭টি ভুয়া সিলমোহর ও ৯৩টি পাসপোর্টসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। আজ শিনবার অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন- মো. নাঈম ইসলাম ও মো. বেলাল হোসেন। এ সময় তাদের কাছে বিভিন্ন জেলার ১০টি অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পদবি সম্বলিত সিল, বিভিন্ন থানার ওসিদের নাম ও বিপি নম্বর সম্বলিত ৬২টি সিল, বিভিন্ন থানার ব্যবহৃত গোল সিল ৫৫টিসহ মোট ১২৭টি ভুয়া সিল ও ৯৩টি পাসপোর্ট জব্দ করা হয়। এডিসি আনিচ উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পল্টনের ভিআইপি টাওয়ারের সপ্তম তলায় ফ্লাইলিংক ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে অফিস ভাড়া নেওয়া হয়েছে। কিন্তু সেখানে কিছু ব্যক্তি পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারের নাম সম্বলিত ভুয়া সিল প্রস্তুত করে। একই সঙ্গে বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট তাদের কাছে জমা রেখে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে ১২৭টি ভুয়া সিলমোহর ও ৯৩টি পাসপোর্টসহ নাঈম ও বেলালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, গ্রেপ্তার নাঈম দীর্ঘদিন ধরে অফিসটি ভাড়া নিয়ে অবৈধভাবে ফ্লাইলিংক ট্র্যাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে প্রতিষ্ঠান খুলে সরকারি কর্মকর্তাদের নাম, পদবি, ভুয়া সিল ও সই ব্যবহার করে থাকেন। অন্যের পাসপোর্ট অবৈধভাবে ব্যবহারের উদ্দেশ্যে নিজের কাছে রাখেন তিনি। এ ছাড়া প্রতারণার মাধ্যমে বিদেশে পাঠানোর নাম করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে নাঈম। তিনি আরও বলেন, বেলালকে অফিস সহায়ক রেখে জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে নাঈম। গ্রেপ্তারদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category