বান্দরবানে ডিএনসির অভিযানে ইয়াবা সহ আটক এক জন
- আপডেট সময়ঃ ০৫:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৭১ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন :
বান্দরবান সদর প্রধান সড়কের চেয়ারম্যান পাড়া কেয়াং মোড়, বৌদ্ধ মন্দির গেটের সামনে হতে ৭৫০পিস ইয়াবা সহ রাজু চাকমা (২০)নামে একজন মাদক ব্যাবসায়িকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতারকৃত রাজু চাকমা রেজু পাড়া, ০৮ নং ওয়ার্ড, ঘুমধুম ইউপি,থানা-নাইক্ষ্যাংছড়ি, জেলা-বান্দরবান পিতা মৃত -চৈচিমং চাকমা এর ছেলে! সুত্রে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে উপ- পরিদর্শক মোঃ আফজ্জাল হোসেন, সিপাই মাহামুদুন নবী মুকুল, উইন চাকমা এবং গাড়ী চালক মোঃ রোকন হুসাইন সংঙ্গীয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম বুধবার (২৬শে অক্টোবর) বেলায় ২টার সময় বান্দরবান সদর চেয়ারম্যান পাড়া,কেয়াং মোড় বৌদ্ধ মন্দির গেটের সামনে অবস্থান করাকালীন সময়ে চেয়ারম্যান পাড়া, বৌদ্ধ মন্দির এলাকার পাকা রাস্তার উপর সন্দেহ জনক ভাবে রাজু চাকমা নামে একজন মাদক ব্যাবসায়িকে আটক করেছে, আসামী দেহ তল্লাশি করলে তার কাছে থাকা পলেথিন পেচানো ৭৫০ পিস ওজন ৭৫গ্রাম ইয়াবা টেবলেট জব্দ করা হয়,যাহার মূল্য দুই লক্ষ পচিঁশ হাজার টাকা। এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আফজাল হোসেন জানান,মাদকের ব্যাবহার ও অপব্যাবহার রোধে চলমান অভিযানের অংশ হিসেবে সবসময়ই জেলায় মাদক নির্মূলে আমরা কাজ করছি। আটককৃত আসামীর বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইনে ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে এবং বান্দরবান সদর থানায় প্রেরণ পূর্বক ও আটকৃত আসামীকে আদালতে চালান দেওয়ার জন্য এজহার দাখিল করা হয়েছে।


























