• সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
সফলতার সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি: মেয়র তাপস ঢাকার নামকরা স্কুলগুলো ভারপ্রাপ্ত প্রধানের অধীনে সুনাম হারাচ্ছে ওএমএস বিতরণে গাফিলতি হলে জেল-জরিমানার হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী লালমনিরহাটে রেলের টার্ন টেবিল নির্মান রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে এনবিআর নারী স্পিকারদের সামিট অভিজ্ঞতা বিনিময়ের এক অনবদ্য প্লাটফর্ম: স্পিকার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে খাদ্যে ফরমালিন মেশানো বন্ধ হচ্ছে না উচ্চ রক্তচাপ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

বিশ্বকাপ জিতে বড় কেক কাটতে চান কোহলি

Reporter Name / ১০২ Time View
Update : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক :
ম্যাচের আগের দিন দলগত অনুশীলন রাখেনি ভারত। ঐচ্ছিক অনুশীলনে বিরাট কোহলিসহ মোট পাঁচ জন হাজির হন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সেখানে সাংবাদিকদের কাছ থেকে পান জন্মদিনের উপহার। এ সময় বিশ্বকাপ জেতার তাড়নার কথা বলেন কোহলি। জন্মদিনেও অনুশীলন থেকে নিজেকে দূরে রাখেননি কোহলি। শনিবার ৩৪ বছর পূরণ হলো তার। অনুশীলনের ফাঁকে উপস্থিত সাংবাদিকরা মিলে কেক ও উপহার দিয়ে কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কেক কাটার আগে সাংবাদিকদের সঙ্গে খোশ মেজাজে আড্ডা দিয়েছেন কোহলি। সময়ের সেরাদের মধ্যে থাকা এই টপ অর্ডার ব্যাটসম্যান জানিয়েছেন, বিশ্বকাপ জেতার পর আগামী সপ্তাহে একবারে বড় কেক কাটার ইচ্ছে তার। “আমি শুধু একটি কেক কাটতে চাই, আগামী সপ্তাহে (বিশ্বকাপ জেতার পর) বড় কেক। আমি ও রোহিত (শর্মা) শুধু একটি কথাই ভাবছি, ভারতকে আইসিসি ট্রফি জেতাতে হবে। তবে এই কেকটি খুব মজা, পুরোটা খেয়ে ফেলব (হাসি)।” অবশ্য শুধু এই একটি কেক কেটেই শেষ হয়নি কোহলির জন্মদিন উদযাপন। ভারতের মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনেরও জন্মদিন শনিবার। টিম হোটেলে একসঙ্গে দুটি কেক কেটে পুরো দলের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন কোহলি ও আপটন। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি। চার ম্যাচের তিনটিতেই করেছেন ফিফটি। সবমিলিয়ে তার সংগ্রহ আসরের সর্বোচ্চ ২২০ রান। ¯্রফে একবার আউট হওয়ায় তার রানের গড়ও ঠিক ২২০! মেলবোর্নে রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে যাবে তারা। হেরে গেলেও সুযোগ থাকবে। তবে সেক্ষেত্রে নেট রান রেট বিবেচনায় তাদের বিপদ ঘটার শঙ্কাও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category