
- আপডেট সময়ঃ ০৯:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ১৪৭ বার পড়া হয়েছে
চার জেলার অবৈধ ইটভাটার তালিকা চান হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক :
বগুড়া, টাঙ্গাইল, লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই চার জেলার অবৈধ ইটভাটার তালিকা তৈরিরও নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৭ দিনের মধ্যে জেলা প্রশাসককে (ডিসি) আদেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি ২ সপ্তাহের মধ্যে অবৈধ ইটভাটার তালিকা প্রণয়ন করে দাখিল করতে বলা হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল। আর রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মইনুল হোসেন। ইটভাটা লাইসেন্স ছাড়া কোনো ভাঁটা নির্মাণ করা যাবে না, এমন বিধান থাকার পরও এসব অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। বিষয়টি পত্রিকায় প্রতিবেদন আকারে প্রকাশ হলে ৬ নভেম্বর জনস্বার্থে রিটটি করে হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। ওই রিটের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত।