ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

বিএনপি-জামায়াত জনগণ ও দেশকে ভালবাসে না : শাজাহান খান

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
  • / ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াত জনগণ ও দেশকে ভালোবাসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে মাদারীপুর চরমুগরীয়া এসপিটিআই এর মেরিন শিক্ষানবীশদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রীর ভালোবাসার উল্লেখ করে শাজাহান খান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ বাড়ি-ঘর ছাড়া থাকবে না, বাড়ি করতে গিয়ে যদি খাস জমি পাওয়া না যায় তাদের জন্য প্রয়োজনে জমি ক্রয় করে নতুন বাড়ি করে দিবেন। আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য কত কিছু ভাবেন একবার ভেবে দেখুন।’’ সাবেক এই মন্ত্রী বলেন, “বিরোধীদলে যারা ছিল তারাও কিন্তু বহুবছর সরকারে ছিল এবং তারা এগুলো করতে পারে নাই। কারণ তাদের দেশের প্রতি ভালবাসা নেই, দেশপ্রেম ছিল না, জনগণের প্রতি যে কর্তব্যবোধ- সেটা ছিল না।” “তারা জনগণ ও দেশকে ভালবাসে না, কারণ হলো বিরোধীদলে থেকে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা- একমাত্র বিএনপি জামায়াত করেছিল।” মেরিন শিক্ষানবীশদের সনদ ও পুরস্কার বিরতণীর এই অনুষ্ঠানে মাদারীপুর এবং বরিশাল ডেক ও ইঞ্চিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের শীপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউট (এসপিটিআই) অধ্যক্ষ ক্যাপ্টেন জি.এ.এম আলী রেজার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপি-জামায়াত জনগণ ও দেশকে ভালবাসে না : শাজাহান খান

আপডেট সময়ঃ ০৮:২৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াত জনগণ ও দেশকে ভালোবাসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে মাদারীপুর চরমুগরীয়া এসপিটিআই এর মেরিন শিক্ষানবীশদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। দেশের জনগণের জন্য প্রধানমন্ত্রীর ভালোবাসার উল্লেখ করে শাজাহান খান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ বাড়ি-ঘর ছাড়া থাকবে না, বাড়ি করতে গিয়ে যদি খাস জমি পাওয়া না যায় তাদের জন্য প্রয়োজনে জমি ক্রয় করে নতুন বাড়ি করে দিবেন। আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য কত কিছু ভাবেন একবার ভেবে দেখুন।’’ সাবেক এই মন্ত্রী বলেন, “বিরোধীদলে যারা ছিল তারাও কিন্তু বহুবছর সরকারে ছিল এবং তারা এগুলো করতে পারে নাই। কারণ তাদের দেশের প্রতি ভালবাসা নেই, দেশপ্রেম ছিল না, জনগণের প্রতি যে কর্তব্যবোধ- সেটা ছিল না।” “তারা জনগণ ও দেশকে ভালবাসে না, কারণ হলো বিরোধীদলে থেকে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা- একমাত্র বিএনপি জামায়াত করেছিল।” মেরিন শিক্ষানবীশদের সনদ ও পুরস্কার বিরতণীর এই অনুষ্ঠানে মাদারীপুর এবং বরিশাল ডেক ও ইঞ্চিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্রের শীপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউট (এসপিটিআই) অধ্যক্ষ ক্যাপ্টেন জি.এ.এম আলী রেজার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ।