ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ই-পেপার

অবসরের বিষয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১০:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • / ৫৬৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়ের মাটিতে দুর্দান্ত সেঞ্চুরির পর সবাই যখন ভেবেছিল সাদা পোশাকে মাহমুদউল্লাহ রিয়াদের নবজন্ম হচ্ছে, ঠিক তখনই যেন ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে বহুতল ভবনের মতো ধসে পড়ে সব আশা। চরম নাটকীয়ভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন মাহমুদউল্লাহ। অনেকদিন ধরেই দেশের কোচেরা আকারে ইঙ্গিতে বলে আসছিলেন- মাহমুদউল্লাহ নাকি টেস্টে ফিট নন। নিজেকে দারুণভাবে প্রমাণ করার পরই মাহমুদউল্লাহ নেন চরম সিদ্ধান্ত। এরপর বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিডিয়ার সামনে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। তার কাছে নাকি মাহমুদউল্লাহ তিন ফরম্যাটে খেলার কথা বলেছিলেন ইত্যাদি ইত্যাদি। তাকে অবসর ভেঙে ফেরানোর কথাও বলেছিলেন বোর্ডের কেউ কেউ। এরপর মাহমুদউল্লাহর নেতৃত্বে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় করে বাংলাদেশ। এই অভাবনীয় সাফল্যের গল্প শোনাতে অনেকবারই মিডিয়ার সামনে আসতে হয়েছে মাহমুদউল্লাহকে। কিন্তু কোনোবারই তিনি টেস্ট নিয়ে কথা বলেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছিলেন, তিনি শিগগিরই টেস্ট নিয়ে কথা বলবেন। কিন্তু পরবর্তীতে ১০টি ম্যাচ হয়ে গেলেও তার মুখ দিয়ে কথা বের করা যায়নি। গত পরশু ৩ অক্টোবর রাতে বিশ্বকাপের উদ্দেশে দল নিয়ে ওমানে গেছেন মাহমুদউল্লাহ। যাওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে সেই কাক্সিক্ষত ইস্যু। এই প্রথমবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের বিষয়ে সরাসরি মন্তব্য করেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, ‘টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো সম্ভাবনা কি আছে মাহমুদউল্লাহ জবাবটা দিয়েছেন তিনটি শব্দে। পুরো সাক্ষাৎকারে সেটা ছিল তার কাছে শেষ প্রশ্ন। এরপর তিনি আর কোনো কথা বলেননি। তার উচ্চারণ করা শেষ তিনটি শব্দ ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। জাতীয় দলের বিখ্যাত পঞ্চপা-বের অন্যতম এই সদস্য শুধু বললেন, কোনো সম্ভাবনাই নেই!

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবসরের বিষয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ

আপডেট সময়ঃ ১০:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১

স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়ের মাটিতে দুর্দান্ত সেঞ্চুরির পর সবাই যখন ভেবেছিল সাদা পোশাকে মাহমুদউল্লাহ রিয়াদের নবজন্ম হচ্ছে, ঠিক তখনই যেন ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে বহুতল ভবনের মতো ধসে পড়ে সব আশা। চরম নাটকীয়ভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন মাহমুদউল্লাহ। অনেকদিন ধরেই দেশের কোচেরা আকারে ইঙ্গিতে বলে আসছিলেন- মাহমুদউল্লাহ নাকি টেস্টে ফিট নন। নিজেকে দারুণভাবে প্রমাণ করার পরই মাহমুদউল্লাহ নেন চরম সিদ্ধান্ত। এরপর বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মিডিয়ার সামনে বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। তার কাছে নাকি মাহমুদউল্লাহ তিন ফরম্যাটে খেলার কথা বলেছিলেন ইত্যাদি ইত্যাদি। তাকে অবসর ভেঙে ফেরানোর কথাও বলেছিলেন বোর্ডের কেউ কেউ। এরপর মাহমুদউল্লাহর নেতৃত্বে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় করে বাংলাদেশ। এই অভাবনীয় সাফল্যের গল্প শোনাতে অনেকবারই মিডিয়ার সামনে আসতে হয়েছে মাহমুদউল্লাহকে। কিন্তু কোনোবারই তিনি টেস্ট নিয়ে কথা বলেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছিলেন, তিনি শিগগিরই টেস্ট নিয়ে কথা বলবেন। কিন্তু পরবর্তীতে ১০টি ম্যাচ হয়ে গেলেও তার মুখ দিয়ে কথা বের করা যায়নি। গত পরশু ৩ অক্টোবর রাতে বিশ্বকাপের উদ্দেশে দল নিয়ে ওমানে গেছেন মাহমুদউল্লাহ। যাওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে সেই কাক্সিক্ষত ইস্যু। এই প্রথমবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের বিষয়ে সরাসরি মন্তব্য করেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, ‘টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো সম্ভাবনা কি আছে মাহমুদউল্লাহ জবাবটা দিয়েছেন তিনটি শব্দে। পুরো সাক্ষাৎকারে সেটা ছিল তার কাছে শেষ প্রশ্ন। এরপর তিনি আর কোনো কথা বলেননি। তার উচ্চারণ করা শেষ তিনটি শব্দ ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। জাতীয় দলের বিখ্যাত পঞ্চপা-বের অন্যতম এই সদস্য শুধু বললেন, কোনো সম্ভাবনাই নেই!