বান্দরবানে এপিবিএন এর অভিযানে ইয়াবাসহ আটক দুই

- আপডেট সময়ঃ ০৮:৪৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৯৪ বার পড়া হয়েছে
বান্দরবানে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়া ইয়াবাসহ নয়ন চৌধুরী (৪৫) তার ইস্ত্রি বেবি চৌধুরী ওরফে ম্রামুয় চিং মগিনি নামে এক স্বামী ইস্ত্রিকে ইয়াবাসহ আটক করেছে ২ এপিবিএন।
২ এপিবিএন এর প্রেস সুত্রে জানানো হয় এপিবিএন ২ এর অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক(এডিশনাল ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক নির্দেশনায় ১৯শে ফেব্রুয়ারী ভোর ৪.৪৫ এ এসআই(নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এবং সঙ্গীয় ফোর্সসহ বান্দরবান সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে বান্দরবান পৌরসভাধীন, ৮নং ওয়ার্ডস্থ, মেম্বারপাড়া এলাকার মৃত জৈনক অরুন চৌধুরীর ৪তলা ভবনের সামনে হতে নয়ন চৌধুরী (৪৫), পিতা-অরুন চৌধুরী এবং বেবি চৌধুরী ওরফে ম্রামুয় চিং মার্মা, স্বামী-নয়ন চৌধুরী কে তল্লাশি করে ৪০৫ পিস ইয়াবাও মাদক বিক্রির জন্য ব্যাবহৃত ৫ টি মোবাইল ফোন জব্দ করে ২ এপিবিএন এর বিশেষ টিম।জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক এক লক্ষ ৩০হাজার টাকা।গ্রেফতারকৃত আসামীদের বাড়ী পৌরসভা মেম্বার পাড়া, ৮নং ওয়ার্ড এর বাসিন্দা লোক স্বামী -স্ত্রী!
এ বিষয়ে এপিবিএন ২ এর অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক(এডিশনাল ডিআইজি) আলী আহমদ খান বলেন গ্রেফতারকৃতদের বান্দরবান সদর থানায় প্রেরণ পূর্বক নিয়মিত মামলা রুজু করা হবে।
তিনি আরো বলেন পার্বত্য বান্দরবানে অবৈধ মাদকের বিস্তার ও সন্ত্রাস দমনে ২ এপিবিএন নিরলস ভাবে কাজ করছে।এছাড়াও জননিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিদিন রাতে এপিবিএন এর পেট্রোলিং টিম জেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল পরিচালনা করেন!